রবিবার, ১৯ মে ২০২৪, ১১:২০ পূর্বাহ্ন

মধুখালীতে চড়া সবজি বাজার

শাহজাহান হেলাল, ফরিদপুর । / ২৪ পাঠক
রবিবার, ১৯ মে ২০২৪, ১১:২০ পূর্বাহ্ন

ফরিদপুরের মধুখালীতে কাচাঁবাজারে নানা পণ্যের দাম বেড়ে চলছে। চড়া দামে বিক্রি হচ্ছে সকল প্রকার সবজি।

মধুখালী বাজার সহ উপজেলার সকল বাজারে সবজির এরকম চড়া মূল্য থাকায় নাভিশ্বাস উঠেছে ক্রেতাদের। মধুখালী বাজারে ঘুরে দেখা যায়, প্রতিকেজি আলু ২০ টাকা, করোলা ৫০ টাকা, বেগুন ৩০ টাকা, গোল বেগুন ৫০ টাকা, কাঁচা মরিচ ১৬০ টাকা কেজি, কচুর লতি ৫০ টাকা, পটল ৪০ টাকা, পুঁইশাক ও পালনশাক ১৫ টাকা, সিম ১২০ টাকা, মিষ্টি কুমরা ৪০ টাকা, বাধাঁকফি ৫০ টাকা, ফুলকফি ৬০ টাকা, কচুমূখি ৩০ টাকা, করলা ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

ঝারি সাইজের লাউ ৩০ টাকা, দুধ প্রতি কেজি ৬০/৭০ টাকা।সবজি বিক্রেতা মো দাউদ জানান, আড়ৎ বা মোকামে দাম বেড়ে যাওয়ায় আমদেরকে চড়া দামে বিক্রি করতে হচ্ছে। মধুখালী উপজেলার কয়েকটি এলাকা যেমন মেগচামী, গাজনা, বেলেশ্বর, মধুপুর, শিবপুর, কলাগাছি, নওপাড়া, ব্যাসদী, কামারখালী, ডুমাইন এলাকায় সবজির চাষ হয়ে থাকে। এখন ঐসব এলকায় কম পরিমানে সব সবজি রয়েছে। তারপরও পাশ্ববর্তী জেলা মাগুরা, ঝিনাইদহ হতে সবজি আমদানি করতে হচ্ছে।

সবজির দাম বেশী হওয়ার প্রধান কারন অতি বৃষ্টি। এখন পর্যন্ত সবজি চাষের জন্য জমিই তৈরী করতে পারেন নাই চাষীরা। উপজেলা কৃষি অফিসার আলভী রহমান জানান অতি বৃষ্টির কারেন উপজেলার প্রায় সবজি ক্ষেত পানিতে তলিয়ে নষ্ট হয়ে গেছে।

তাই সবজির দাম কিছুটা বেশি। এ বছর প্রায় ২ হাজার ৪শ ৩০ হেক্টর জমিতে সবজির চাষ হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *