শনিবার, ১৮ মে ২০২৪, ০৭:৩৯ অপরাহ্ন

‘মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমি বিব্রতবোধ করছি’

বর্তমানকণ্ঠ ডটকম / ৪৫ পাঠক
শনিবার, ১৮ মে ২০২৪, ০৭:৩৯ অপরাহ্ন

বিনোদন ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম, বৃহস্পতিবার, ১২ এপ্রিল ২০১৮:
বৃহস্পতিবার সকালে সোহানা সাবা তার ফেসবুক টাইমলাইনে কোটা সংস্কার নিয়ে একটি স্ট্যাটাস আপলোড করেন।

তিনি লিখেন, মাঝে যখন স্বাধীনতা বিরোধী সরকার ছিলো। পাপাদের তখন মুক্তিযোদ্ধা হিসেবে বিব্রত হতে হতো। এখন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমি একটু বিব্রতবোধ করছি। যদিও আমি-আমার ভাই কোনোরকম সুযোগ নেই নি কোথাও থেকে। তবুও মনে হচ্ছে, পাপারা মুক্তিযুদ্ধ করেছিলো বলেই আমরা-তাদের সন্তানরা আজ অমেধাবী।

মুক্তিযুদ্ধের এত বছর পর নানান ক্রেস্ট-সম্বর্ধনা যখন পাপারা পায়। সেদিন যে কি খুশি থাকে পাপা-এটুকুই প্রাপ্তি আমাদের।

আজ সকালে আহত চোখে আমাকে পাপা বলছে, ‘আমি তো সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধাদের একজন। আমার সন্তানদেরই কোটা নেবার বয়স নাই তাহলে তো কোনো মুক্তিযোদ্ধার সন্তানের সেই বয়স থাকার কথা না। তাহলে কাদের উপরে সবার এত রাগ?’

আমি না পাপাকে কোনো উত্তর দিতে পারিনি। চুপ করে থাকলেই সম্মানটা বেঁচে যায়। চুপ করে থাকি। এটাই ভালো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *