শনিবার, ০৪ মে ২০২৪, ০৫:০২ অপরাহ্ন

রসিক নির্বাচন নিরপেক্ষভাবে হবে: সিইসি

বর্তমানকণ্ঠ ডটকম / ৬৩ পাঠক
শনিবার, ০৪ মে ২০২৪, ০৫:০২ অপরাহ্ন

নারায়ণগঞ্জ,বর্তমানকণ্ঠ ডটকম,রবিবার, ২৬ নভেম্বর২০১৭: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, ‘নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি করপোরেশনের মতো রংপুর সিটি করপোরেশনের নির্বাচনও অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করা হবে। আমরা সক্ষম হবো এবং আমরা প্রস্তুত আছি যে, রংপুর সিটি করপোরেশন নির্বাচন প্রতিযোগিতামূলক হবে।’

রবিবার (২৬ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

কে এম নুরুল হুদা বলেন, ‘চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে দেশে ৯ কোটি ৪০ লাখ নাগরিকদের হাতে এই স্মার্ট কার্ড পৌঁছে দেয়া হবে। ওভার থ্রোর সঙ্গে আমাদের চুক্তিটি ভালভাবে সম্পন্ন না হওয়ায় আমরা একটু পিছিয়ে গেছি। এ কারণে কিছুটা বিলম্ব হয়েছে।’

নারায়ণগঞ্জ ক্লাব কমিউনিটি সেন্টারে ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রকিব উদ্দিন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমেদ, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বি মিয়া, র‌্যাব-১১ এর সিও লেফটেনেন্ট কর্নেল কামরুল হাসান, জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম। পরে সিইসি নারায়ণগঞ্জের বিশিষ্ট নাগরিকদের হাতে জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড তুলে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *