বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৫:৪৬ পূর্বাহ্ন

রাঙ্গামাটিতে দুর্বৃত্তদের গুলিতে প্রিজাইডিং অফিসারসহ নিহত ৬

বর্তমানকণ্ঠ ডটকম / ৪২ পাঠক
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৫:৪৬ পূর্বাহ্ন

রাঙ্গামাটি | বর্তমানকণ্ঠ ডটকম:
রাঙ্গামাটির সীমান্তবর্তী এলাকা সাজেকের কংলাক থেকে উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ শেষে ফেরার পথে দুর্বৃত্তদের গুলিতে প্রিজাইডিং অফিসারসহ ৬ জন নিহত হয়েছেন। এসময় অন্তত আরও ৭-৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

সোমবার (১৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

হতাহতরা সবাই নির্বাচনের দায়িত্বে ছিলেন। নিহতরা হলেন- প্রিজাইডিং অফিসার শিজক কলেজের শিক্ষক আব্দুল হান্নান, ভিডিপি মো. আল আমিন, ভিডিপি বিলকিস (৩৫), ভিডিপি মিহির কান্তি দত্ত ও কিশালয় প্রাথমিক সরকারি বিদ্যালয়ের শিক্ষক মো. আমির হোসেন। এছাড়া আরও একজন নিহতের পরিচয় পাওয়া যায়নি।

রাঙ্গামাটির পুলিশ সুপার (এসপি) আলমগীর কবির ব্রেকিংনিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্বৃত্তদের গুলিতে ছয়জন নিহত হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

তিনি আরও জানান, উপজেলার ৯ কিলো লাকায় নির্বাচন কর্মকর্তারা ভোটগ্রহণ শেষে উপজেলা সদরে আসার পথে সন্ত্রাসীরা গুলি চালালে এ হতাহতের ঘটনা ঘটে। আহতদের বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর আলমও এ ঘটনা নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ইউপিডিএফ সমর্থিত প্রার্থী বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান বড়ঋষি চাকমা সকালে ভোটগ্রহণ শুরুর এক ঘণ্টা পর নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *