শনিবার, ১৮ মে ২০২৪, ১১:১৯ পূর্বাহ্ন

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে নিহত ২

বর্তমানকণ্ঠ ডটকম / ৩৯ পাঠক
শনিবার, ১৮ মে ২০২৪, ১১:১৯ পূর্বাহ্ন

নিউজ ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম, সোমবার, ০৭ মে ২০১৮: রাজধানীর কুড়িল বিশ্বরোড ও ক্যান্টনমেন্ট এলাকায় ট্রেনে কাটা পড়ে শিশুসহ দুই জনের মৃত্যু হয়েছে। তাদের নাম – পরিচয় এখনও পাওয়া যায়নি ।

রবিবার রাতে এ দু’টি দুর্ঘটনা ঘটে। সোমবার (৭ মে) সকালে মরদেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। তাদের আনুমানিক বয়স ১৩ ও ৫০ বছর হবে বলে জানা যায়।

কমলাপুর রেলওয়ে থানার উপ-পরদর্শক (এসআই) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে ব্রেকিংনিউজকে জানান, রবিবার রাত সাড়ে ১০ টার দিকে কুড়িল বিশ্বরোড রেললাইন এলাকায় খুলনাগামী একটি ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় (৫০) এক ব্যক্তি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার পরনে ছিল চেক লুঙ্গী ও সাদা চেক পাঞ্জাবি।

অপরদিকে রবিবার রাত সাড়ে ১১ টায় ক্যান্টনমেন্ট রেল স্টেশনের পাশে রেল লাইন অতিক্রম করার সময় সিলেটগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে ১৩ বছরের এক ছেলে শিশুর মৃত্যু হয়েছে। তার পরনে ছিল কালো প্যান্ট ও চেক শার্ট। তাদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানান এস আই নজরুল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *