বুধবার, ০১ মে ২০২৪, ১০:৩২ পূর্বাহ্ন

রাজধানীতে শিশু বিদ্যুৎস্পৃষ্ট: কোটি টাকা কেন ক্ষতিপূরণ প্রদান নয়: হাইকোর্ট

বর্তমানকণ্ঠ ডটকম / ৪২ পাঠক
বুধবার, ০১ মে ২০২৪, ১০:৩২ পূর্বাহ্ন

নিউজ ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম,শুক্রবার,১৫ ডিসেম্বর, ২০১৭ : রাজধানীর জিগাতলায় খোলা বিদ্যুৎ সঞ্চালন লাইন থেকে পাখি ধরতে গিয়ে ৭ বছরের শিশু রাফসানের বিদ্যুত্স্পৃষ্টের ঘটনায় কোটি টাকা ক্ষতিপূরণ প্রদান প্রশ্নে রুল জারি করেছে হাইকোর্ট। রুলে ওই ঘটনার জন্য আবেদনকারীকে কেন এক কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে। একইসঙ্গে উক্ত এলাকায় খোলা বৈদ্যুতিক তার নিরাপদ করার ব্যবস্থা গ্রহণে ডিপিডিসিকে নির্দেশ দেয়া হয়েছে।

পাশাপাশি শিশুর চিকিত্সা রাষ্ট্রীয় খরচে করতে ঢাকা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে আদালত। এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এই আদেশ দেন।

আইনজীবীরা জানান, জিগাতলায় চার তলায় বারান্দায় শিশুটি খেলা করছিল। এসময় পাশে থাকা বিদ্যুতের খোলা লাইনে একটি পাখি বসে। সেটি ধরতে গিয়ে দুর্ঘটনায় পড়ে সাত বছরের শিশু রাফসান নূর। এ ঘটনায় শিশুটির মুখমণ্ডলসহ শরীরের ২০ শতাংশ পুড়ে যায়। আদালতে শুনানি করেন আইনজীবী অমিদ দাস গুপ্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *