বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৪:৫৫ পূর্বাহ্ন

রাজধানীতে সিলিন্ডার বিস্ফোরণে একজনের মৃত্যু, দগ্ধ ৩

বর্তমানকণ্ঠ ডটকম / ৬৮ পাঠক
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৪:৫৫ পূর্বাহ্ন

স্টাফ ক‌রেসপ‌ন্ডেন্ট | বর্তমানকণ্ঠ ডটকম:
রাজধানীর যাত্রাবাড়ীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একজন মারা গেছেন। এঘটনায় আরও ৩ জন দগ্ধ হয়েছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক। হতাহতরা সবাই একই পরিবারের সদস্য।

শুক্রবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে যাত্রাবাড়ীর ধলপুরে এ দুর্ঘটনা ঘটে।

মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। দগ্ধরা হলেন- সুমন (৪০), তার স্ত্রী সাজুলি (৩৫), তাদের ছেলে নিশান (১৪) ও সুমনের ফুপু আতর বেগম (৭০)।
দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালেল বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দফতরের ডিউটি অফিসার রাশেদ শিকদার বলেন, গ্যাস লিকেজ ছিল। জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ হয়।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী বলেন, ধলপুর সিটি করপোরেশনের কোয়ার্টারে থাকতেন তারা। তারা সিটি করপোরেশনে পরিচ্ছন্নকর্মী হিসেবে কাজ করতেন। নিহতের পরিচয় জানতে চেষ্টা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *