সোমবার, ০৬ মে ২০২৪, ০৪:০৩ পূর্বাহ্ন

রোড এন্ড হাইওয়ে সহ বিশ্ব ব্যাংকের ১৭ সদস্যের প্রতিনিধিদলের বেনাপোল পরিদর্শন

বর্তমানকণ্ঠ ডটকম / ৩৭ পাঠক
সোমবার, ০৬ মে ২০২৪, ০৪:০৩ পূর্বাহ্ন

এম এ রহিম ।
বেনাপোল । বর্তমানকণ্ঠ ডটকম-
রোড এন্ড হাইওয়ে সহ বিশ্ব ব্যাংকের১৭সদস্যের প্রতিনিধি দল বেনাপোল বন্দর ও কাষ্টম এলাকা পরিদর্শন করেছেন। বেনাপোলের অবকাঠামোগত উন্নয়ন সহ আমদানি রফতানি বানিজ্যের গতি ফেরাতে যশোর বেনাপোল মহাসড়ক৬লেনে উন্নতকরনের লক্ষে রবিবার দুপুরে বেনাপোল বন্দর প্যাসেজ্ঞার টার্মিনালে কনফারেন্স রুমে মত বিনিময় সভা অনুষ্টিত হয়েছে। বন্দর কাষ্টম ও সিএন্ডএফ এজেন্ট ও বন্দর ব্যাবহারকারী বিভিন্ন সংগঠনের নেতা ও প্রশাসনের কর্মকর্তারা মত বিনিময় সভায় উপস্তিত ছিলেন।
বেনাপোল-যশোর মহাসড়ক৬লেনে উন্নতকরা সহ বাইপাস সড়কের প্রসস্ত করনও ইকুপমেন্ট এবং জনবল বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন তারা। উন্নয়ন কর্মকান্ডের পূর্ব প্রস্ততি হিসাবে প্রতিনিধি দলের পরিদর্শন বলে জানান বন্দর সংশ্লিষ্টরা।

বাংলাদেশ রোড এন্ড হ্ইাওয়ের এ্যাডিশন্যাল চীফ ইজ্ঞিনিয়ার রেজা আহম্মেদ জাবের এর নের্তৃত্বে ১৭ সদস্যের প্রতিনিধি দল বেনাপোলের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এসময় উপস্তিত ছিলেন,বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের তত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ হাসান আলী,পাকিস্থানের মুন্নি জাহান,স্থলবন্দর বেনাপোল উপ পরিচালক মামুন কবির তরফদার,এসি উত্তম কুমার চাকমা,বন্দর সহকারি পারিচালক মেহেদী হাসান,বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন সভাপতি মফিজুর রহমান সজন,আলীকদর সাগর সহ ভারত,নেপাল,নাইজেরিয়া সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা।

বন্দর সহকারি পরিচালক মেহেদী হাসান জানান,স্থলবন্দরকে আধুনিকায়নে একাধিক পরিকল্পনা গ্রহন করছে এনবিআর সহ স্থলবন্দর কর্তপক্ষ। আমদানি রফতানি বাড়াতে সহ পন্য পরিবহনে সড়ক মহাসড়কের প্রসস্ত করন দরকার। এর অংশ হিসাবে রোড এন্ড হাইওয়ে সহ বিশ্ব ব্যাংকের১৭সদস্যের প্রতিনিধি দল পরিদর্শন ও মত বিনিময় করেছেন বলে জানান তিনি।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *