মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৯:২৬ পূর্বাহ্ন

শপথে অনড় মনসুর-মোকাব্বির,সাংগঠনিক শাস্তি দিবে ঐক্যফ্রন্ট

বর্তমানকণ্ঠ ডটকম / ৩৭ পাঠক
মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৯:২৬ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক | বর্তমানকণ্ঠ ডটকম:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের শরিক গণফোরাম থেকে নির্বাচিত দুই সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ ও মোকাব্বির খান জাতীয় ঐক্যফ্রন্টের নিষেধ সত্ত্বেও শপথের বিষয়ে এখনও অনড় রয়েছেন।

শনিবার (২ মার্চ) রাতে সুলতান মনসুর শপথের বিষয়ে বলেন, ‘শত প্রতিকূলতার মধ্যে জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তাদের ভোটের সেই মর্যাদা দিতে আমি শপথ নিচ্ছি। শপথের বিষয়ে আমি প্রথম থেকেই পজেটিভ।’

শপথের বিষয়ে অপর সাংসদ মোকাব্বির খান বলেন, ‘আমি এবং সুলতান মনসুর একসঙ্গে শপথ নেবো। ঐতিহাসিক ৭ মার্চে শপথ গ্রহণ করার জন্য আমরা দুজন সংসদ সচিবালয়কে চিঠি দিয়েছি ‘

এদিকে দুই সংসদ সদস্যের শপথ নেওয়ার বিষয়ে জানতে চাইলে গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তাফা মহসিন মন্টু বলেন, ‘তারা কবে শপথ নেবেন এ বিষয়ে আমি এখনও জানিনা। শপথ নিলে জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃবৃন্দ এক সাথে বসে সিদ্ধান্ত নিবে। তবে তারা যদি এককভাবে শপথ নিতে চায় তাহলে আমরা আমাদের সাংগঠনিক সিদ্ধান্ত নিবো ‘

উল্লেখ্য,একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ মৌলভীবাজার-২ আসন থেকে ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন।এবং
সিলেট-২ আসন থেকে ‘উদীয়মান সূর্য’ প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন মোকাব্বির খান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *