শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১১:০১ পূর্বাহ্ন

শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে সিভিল সার্জন ডাঃ মোঃ সাখাওয়াত উল্লাহকে বিদায়ী সংবর্ধনা

এ কে আজাদ : চীফ রিপোর্টার / ৪৩ পাঠক
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১১:০১ পূর্বাহ্ন

স্বাস্থ্য বিভাগের চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক পদে পদোন্নতিপ্রাপ্ত চাঁদপুরের বিদায়ী সিভিল সার্জন ডাঃ মোঃ সাখাওয়াত উল্লাহকে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির পক্ষ থেকে বিদায় সংবর্ধনা জানানো হয়েছে। গতকাল বুধবার বিকেলে শিক্ষামন্ত্রীর চাঁদপুরস্থ বাসভবনে তাঁকে এ সংবর্ধনা দেয়া হয়। এ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জেআর ওয়াদুদ টিপু, চাঁদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ জামাল সালেহ উদ্দিন আহমেদ, চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল, আড়াইশ’ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের তত্ত¡াবধায়ক ডাঃ একেএম মাহবুবুর রহমান, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক, স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রহিম বাদশা, জেলা বিএমএ’র সাবেক সভাপতি ডাঃ এসএম সহিদ উল্যাহ, পুরানবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডঃ মজিবুর রহমান ভূঁইয়া, জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ডাঃ মাহমুদুন্নবী মাসুম, সরকারি জেনারেল হাসপাতালের আরএমও ডাঃ সুজাউদ্দৌলা রুবেল প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক অজয় কুমার ভৌমিক, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি গিয়াসউদ্দিন মিলন, সহ-সভাপতি এএইচএম আহসান উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক আল-ইমরান শোভন, রিয়াদ ফেরদৌস, জেলা বিএমএ’র সভাপতি ডাঃ সৈয়দ নূরুল হুদা, ডাঃ ফরিদ আহমেদ, আওয়ামী লীগ নেতা অ্যাডঃ সাইফুদ্দিন বাবু, প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক সাংবাদিক এ কে আজাদ প্রমুখ।

বক্তারা তাঁদের আলোচনায় বলেন, ডাঃ সাখাওয়াত উল্লাহ চাঁদপুরে সিভিল সার্জন হিসেবে যোগদান করার কিছুদিন পরই ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব দেখা দেয়। এটা কাটিয়ে উঠতে না উঠতেই করোনার মতো নতুন এক গুপ্ত ঘাতক রোগ দেখা দেয়। পৃথিবীজুড়ে এই রোগের আতঙ্ক ছড়িয়ে পড়ে। চাঁদপুর জেলায় করোনা খুব দ্রæত ছড়িয়ে পড়ে। একটা সময় সারাদেশের মধ্যে করোনার উচ্চ ঝুঁকিপূর্ণ জেলায় গিয়ে পৌঁছে চাঁদপুরের পরিস্থিতি। এমন ভয়াবহ অবস্থায় চাঁদপুর জেলায় করোনাকে যেভাবে মোকাবেলা করেছেন সিভিল সার্জন ডাঃ মোঃ সাখাওয়াত উল্লাহ, তা চাঁদপুর জেলাবাসী আজীবন কৃতজ্ঞতার সাথে তাঁকে স্মরণ রাখবেন। তিনি প্রশাসন, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক ব্যাক্তিত্ব, গণ্যমান্য ব্যক্তিবর্গ সকলের সাথে সমন্বয় করে জেলার স্বাস্থ্যসেবাকে মানুষের কাছাকাছি নিয়ে গিয়েছেন। এজন্যে তাঁর প্রতি আমরা অসম্ভব রকমের কৃতজ্ঞ।

বিদায়ী সিভিল সার্জন তাঁর বক্তব্যে বলেন, আমি যাই কিছু করেছি, আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এবং তাঁর বড় ভাই ডাঃ জেআর ওয়াদুদ টিপুর সার্বক্ষণিক মনিটরিং, সকল ধরনের সহযোগিতা থাকায়। এজন্যে আমি বিশেষভাবে তাঁদের দুজনের কাছে কৃতজ্ঞ। একই সাথে চাঁদপুরের প্রশাসন, রাজনীতিবিদ, সাংবাদিকসহ সকলে সহযোগিতা করেছেন। তাই তাঁদের কাছেও আমি কৃতজ্ঞ। সবশেষে শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে তাঁকে উপহার প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *