শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০১:৫৯ অপরাহ্ন

শেরেবাংলা নগর “৯১১”, “৯১২”, “৯১৩” ও “৯১৪” গ্রুপের প্রায় ৯,০০০ টেলিফোন নম্বর পরিবর্তনের কাজ চলছে

বর্তমানকণ্ঠ ডটকম / ৩৪ পাঠক
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০১:৫৯ অপরাহ্ন

বর্তমানকন্ঠ ডটকম, ঢাকা : শেরেবাংলা নগর টেলিফোন এক্সচেঞ্জে কারিগরি সমস্যা দেখা দেয়ায় অতি পুরাতন এই এক্সচেঞ্জের আওতায় “৯১১”, “৯১২”, “৯১৩” ও “৯১৪” গ্রুপের প্রায় ৯,০০০ টেলিফোন নম্বর গত ২৭ আগস্ট ২০২০ তারিখে অকেজো হয়ে পড়ে। এক্সচেঞ্জটির ত্রুটি নিরসন করা সম্ভব হয়নি। ফলে বর্তমানে অকেজো নম্বরসমূহ অন্য এক্সচেঞ্জের নম্বর দিয়ে পর্যায়ক্রমে প্রতিস্থাপন করার কার্যক্রম চলছে। অকেজো পুরাতন নম্বর এর পরিবর্তে বরাদ্দকৃত নতুন নম্বরের তালিকা বিটিসিএল ওয়েবসাইট www.btcl.gov.bd এ দেয়া হয়েছে। গ্রাহকবৃন্দ চাইলে ওয়েবসাইট থেকে তা দেখে নিতে পারেন। এছাড়া, টেলিফোন নম্বর পরিবর্তনের সাথে সাথে গ্রাহককে নতুন নম্বরটি জানিয়ে দেয়া হবে।

জেনারেল ম্যানেজার (জনসংযোগ ও প্রকাশনা) মীর মোহাম্মদ মোরশেদ জানান, সম্মানিত গ্রাহকবৃন্দকে নম্বর পরিবর্তন বিষয়ে কোন তথ্যের জন্য বিটিসিএল শেরেবাংলানগর কার্যালয়ের ০২-৮১৪২০০০, ০২-৪৮১১৭৭৯৯ অথবা ০২-৪১০২০০৪৫ নম্বরে অফিস সময়ে (সকাল ৯টা হতে বিকাল ৫ টা পর্যন্ত সরকারী ছুটির দিন ব্যতীত) যোগাযোগ করতে অনুরোধ করা যাচ্ছে।

নম্বর পরিবর্তনের কারনে সম্মানিত গ্রাহকবৃন্দের সাময়িক অসুবিধার জন্য বিটিসিএল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *