শুক্রবার, ০৩ মে ২০২৪, ০২:৪২ পূর্বাহ্ন

সংসদ সদস্যরা শপথ নেবেন বৃহস্পতিবার : তথ্যমন্ত্রী

বর্তমানকণ্ঠ ডটকম / ৩১ পাঠক
শুক্রবার, ০৩ মে ২০২৪, ০২:৪২ পূর্বাহ্ন

নিউজ ডেস্ক | বর্তমানকণ্ঠ ডটকম:

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী সংসদ সদস্যরা আগামী বৃহস্পতিবার (৩ জানুয়ারি) শপথ নেবেন বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তার আগে আগামীকাল বুধবার (২ জানুয়ারি) গেজেট প্রকাশ হবে বলেও জানান তিনি।

মঙ্গলবার (১ জানুয়ারি) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (ডিএসআরএস) সংলাপে অংশ নিয়ে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, আগামী ৩ জানুয়ারি সংসদ সদস্যরা শপথ নেবেন। আর নির্বাচন কমিশনের গেজেট হবে আগামীকাল বুধবার।

তিনি বলেন, মহাজোট বিপুল ভোটে জয়লাভ করেছে। এটি নিশ্চিত যে শেখ হাসিনার নেতৃত্বে আগামী সরকার গঠিত হতে যাচ্ছে।

ইনু বলেন, মহাজোট মানুষের জোট, শয়তান বা ফেরেস্তার জোট নয়। তাই চলার পথে যদি কোনও ভুল হয়ে থাকে তবে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

উল্লেখ্য, গেল ৩০ ডিসেম্বর সব দলের অংশ গ্রহণে অনুষ্ঠিত হয় একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এতে রেকর্ড জয় পায় আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। ২৯৯ আসনের মধ্যে আওয়ামী লীগ এককভাবে পেয়েছে ২৬৫টি আসন। তাদের জোটসঙ্গী জাতীয় পার্টির পেয়েছে ২২টি আসন। অন্যদিকে বিরোধী শক্তি জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীরা জিতেছেন মাত্র ৭টি আসনে। এছাড়াও ৫ জায়গায় জিতেছেন স্বতন্ত্র প্রার্থী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *