সোমবার, ২০ মে ২০২৪, ০২:৫৩ পূর্বাহ্ন

সময় লাগবে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে: পররাষ্ট্রমন্ত্রী

বর্তমানকণ্ঠ ডটকম / ২৫ পাঠক
সোমবার, ২০ মে ২০২৪, ০২:৫৩ পূর্বাহ্ন

দেশের এলিট বাহিনী র‌্যাবের বিরুদ্ধে দেওয়া মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে আরও সময় লাগবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।

আগামী ৩০ মার্চ শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে অনুষ্ঠেয় পঞ্চম বিমসটেক শীর্ষ সম্মেলন উপলক্ষে প্রধানমন্ত্রীর ভার্চুয়াল অংশগ্রহণের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী একথা জানান।

১০ ডিসেম্বরের পরে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সব বৈঠকে র‌্যাবের বিষয়ে আলাপ হয়েছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটা একটি জটিল বিষয়। নিষেধাজ্ঞা উঠে যেতে আরও কিছুটা সময় লাগবে। র‌্যাবের ভিশন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে যায় বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী।

ড. মোমেন বলেন, গেল ১৩ বছরে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুশীলন হয়েছে বাংলাদেশে। এদেশের মানুষ মানসিকভাবে গণতান্ত্রিক। সব দলকে এ প্রক্রিয়ার মধ্যে আসতে হবে। এর কোনো বিকল্প নেই। এদেশ ন্যায়বিচার ও অসাম্প্রদায়িকতায় বিশ্বাস করে। কোনো বৈষম্যকে ঠাঁই দেওয়া হয় না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *