শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৯:৩৩ পূর্বাহ্ন

সাংবাদিককে পিটিয়ে ৩ তলা থেকে ফেলে দিলো দুর্বৃত্তরা

বর্তমানকণ্ঠ ডটকম / ৯২ পাঠক
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৯:৩৩ পূর্বাহ্ন

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় ভূমিদস্যু কর্তৃক পাহাড়ের মাটি কাটার সংবাদ প্রকাশ করার ঘটনায় ক্ষুব্ধ হয়ে এক সাংবাদিককে পিটিয়ে ভবনের ৩ তলা থেকে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। একটি স্থানীয় দৈনিকের চন্দনাইশ প্রতিনিধি আইয়ুব মিয়াজী নামের ওই সাংবাদিক চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

গত মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার দোহাজারী রেলওয়ে স্টেশন সংলগ্ন আর কে প্লাজা থেকে কয়েকজন তাকে ভবনের নিচে ফেলে দেয়। ভবন থেকে ফেলে দেওয়ার একটি সিসিটিভি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

আহত সাংবাদিকের দাবি, চন্দনাইশ উপজেলার জামিজুরি ইউনিয়নের উত্তর জামিজুরি আদর্শ গ্রাম, পূর্ব জামিজুরি আনসার আলী পাড়া ও জঙ্গল জামিজুরি এলাকায় পাহাড় কেটে মাটি বিক্রির ঘটনার সংবাদ প্রকাশ করায় স্থানীয় আলাউদ্দিনের নেতৃত্বে এই হামলা হয়।

হামলার ঘটনায় ওই রাতে আইয়ুব মিয়াজীর বাবা আবদুস শুক্কুর বাদী হয়ে চন্দনাইশ থানায় মামলা করলেও পুলিশ এখনও ঘটনায় জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি।- বাংলাভিশন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *