শনিবার, ০৪ মে ২০২৪, ০২:৩৮ পূর্বাহ্ন

সাবেক অর্থমন্ত্রী কিবরিয়ার ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

বর্তমানকণ্ঠ ডটকম / ৪১ পাঠক
শনিবার, ০৪ মে ২০২৪, ০২:৩৮ পূর্বাহ্ন

নিউজ ডেস্ক | বর্তমানকণ্ঠ ডটকম-
সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করছেন পরিবারের সদস্যরা। ছবি: ইত্তেফাক
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে হবিগঞ্জে সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। সকালে কিবরিয়া স্মৃতি ফাউন্ডেশন, সদর উপজেলা পরিষদ ও জেলা যুবলীগ গ্রেনেড হামলার ঘটনাস্থল বৈদ্যের বাজারে কিবরিয়াসহ অন্য নিহতদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করে। সবশেষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অপরদিকে, সকালে শাহ এএমএস কিবরিয়ার পরিবারের পক্ষ থেকে সদস্যদের উপস্থিতিতে তার কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

দোয়া মাহফিলে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক, কিবরিয়া ফাউন্ডেশনের আহ্বায়ক প্রফেসর আবিদুর রহমান, সাধারণ সম্পাদক অনুপ কুমার দেব মনা, যুবলীগ সভাপিত আতাউর রহমান সেলিম, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সৈয়দ কামরুল ইসলাম প্রমুখ।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে শাহ এএমএস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়া বলেন, ‘একটি সুষ্ঠু তদন্ত না হলে কখনো একটি সুষ্ঠু বিচার হতে পারে না। আমার বাবার হত্যার বিচারের একের পর এক মিথ্যা চার্জশিট দেওয়া হয়েছে। তা আমরা মানি না। হত্যাকাণ্ডের পর থেকে যে তদন্তগুলো হয়েছে তার প্রতি আমার পরিবারেরও কোনো আস্থা নেই। আমার বাবার হত্যাকারীরা যে দলেরই হোক না কেন আমরা আসল হত্যাকারীদের চিহ্নিত করার দাবি জানাই।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *