বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৮:২৫ পূর্বাহ্ন

সাভারে ‘বন্দুকযুদ্ধে’ অপহরণকারী নিহত

বর্তমানকণ্ঠ ডটকম / ৩৬ পাঠক
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৮:২৫ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক | বর্তমানকণ্ঠ ডটকম:
ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে বাবুল মিয়া (২৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি- তার বিরুদ্ধে অপহরণসহ একাধিক মামলা রয়েছে।

বৃহস্পতিবার (২৯ নভেম্বর) ভোররাতে আশুলিয়ার ইয়ারপুরের মুন্নার বাঁশবাগানে এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বাবুল মিয়ার বাড়ি বগুড়া জেলার সোনাতলা থানার টেকনিমুন্সীপাড়া গ্রামে। ইয়ারপুর এলাকার পোশাকশ্রমিক মেহেদী হাসান টিপু হত্যা মামলার প্রধান আসামি।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দিপু জানান, কয়েক দিন আগে মেহেদী হাসান টিপুকে অপহরণ করা হয়। পরে তাঁর সাত টুকরা লাশ ফ্রিজের মধ্যে পাওয়া যায়। এ ঘটনায় টিপুর স্ত্রী শম্পা বেগম আশুলিয়া থানায় বাবুল মিয়াকে প্রধান আসামি করে অপহরণ ও হত্যা মামলা করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাবুল মিয়াকে গ্রেফতার করতে অভিযানে যায় পুলিশ। এ সময় বাবুল মিয়া ও তার সহযোগীরা পুলিশের ওপর গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালালে বাবুল মিয়া গুরুতর আহত হন। পরে তাকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *