বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০৮:০৯ পূর্বাহ্ন

সারা পৃথিবী একটা বিপর্যয়ের মধ্যে –মেজর(অবঃ)রফিকুল ইসলাম বীর উত্তম এমপি

বর্তমানকণ্ঠ ডটকম / ২৬ পাঠক
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০৮:০৯ পূর্বাহ্ন

মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া, বর্তমানকন্ঠ ডটকম শাহরাস্তি, চাঁদপুর : আমরা খেয়াল রাখতে হবে যে সারা পৃথিবী একটা বিপর্যয়ের মধ্যে পড়ে আছে, এ বিপর্যয়ে যেন আমরা খাদ্য সংকটে না পড়ি। সে লক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে কোন জমি যেন অনাবাদি না থাকে। এ ক্ষেত্রে আমাদের গৃহবধূরা, মা বোনেরা বিশেষ ভূমিকা রাখতে পারেন। তারা তাদের বাড়ির আশপাশে প্রতিটি জমিতে শাক সবজির বীজ বপন করতে পারেন। ঐ সব শাকসবজি দিয়ে তাদের যা প্রয়োজন পুরোটা পূরণ না হলেও অর্ধেক পূরণ হবে। এতে করে আপনাদের স্বচ্ছলতা ফিরিয়ে আসবে। সরকার আপনাদের পাশে আছে। ইউএনও সে লক্ষেই আজকে এ অনুষ্ঠানের আয়োজন করেছেন। উপরোক্ত কথা গুলো বলেছেন চাঁদপুর–৫(শাহরাস্তি–হাজিগঞ্জ) গনমানুষের নেতা মহান মুক্তিযুদ্ধের এক নং সেক্টর কমান্ডার মেজর(অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এম পি, তিনি ১৮ মে সোমবার দুপুরে দেশের ১ ইঞ্চি জমি যেন খালি না থাকে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেই সানুগ্রহ নির্দেশনার বাস্তবায়নে নারীদের মাঝে বিভিন্ন প্রকার সবজির বীজ বিতরণ অনুষ্ঠানে টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র হাজি আবদুল লতিফ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ তোফাফেল আহমদ ইরান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আহসান হাবিব, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সবুজ সরকার, সমাজ সেবা কর্মকর্তা সবুজ সরকার, প্রেসক্লাবের সভাপতি কাজী হুমায়ুন কবির, উপজেলা পরিষদের সি এ সাহাবুদ্দীন প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *