সোমবার, ০৬ মে ২০২৪, ০৮:৪৫ পূর্বাহ্ন

স্বতন্ত্র লড়বেন এমপি রতন, ব্যরিস্টার সুমন ও সারোয়ার

বর্তমানকণ্ঠ ডটকম / ১৩১ পাঠক
সোমবার, ০৬ মে ২০২৪, ০৮:৪৫ পূর্বাহ্ন

বর্তমান সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, ব্যরিস্টার সায়েদুল হক চৌধুরী সুমন ও সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য ও কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সরওয়ার হোসেন
আওয়ামী লীগের মনোনয়নে বঞ্চিত হওয়ায় স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা দিয়েছেন সিলেট বিভাগের আলোচিত তিন প্রার্থী বর্তমান সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, ব্যরিস্টার সায়েদুল হক চৌধুরী সুমন ও সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য ও কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সরওয়ার হোসেন। রবিবার (২৬ নভেম্বর) তারা এ ঘোষণা দেন।

সুনামগঞ্জ-১ (তাহিরপুর-মধ্যনগর-ধর্মপাশা-জামালগঞ্জ) আসনে একটানা তিনবার সংসদ সদস্য ছিলেন মোয়াজ্জেম হোসেন রতন। তার বিরুদ্ধে দুর্নীতি ও দখলবাজির নানা অভিযোগ ছিল। এসব অভিযোগের প্রেক্ষিতে এবার তিনি আওয়ামী লীগের মনোনয়ন তালিকা থেকে বাদ পড়েন। নতুন মুখ হিসেবে সুনামগঞ্জ-১ আসনে মনোনয়ন পেয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রনজিত সরকার।

মোয়াজ্জেম হোসেন রতন বলেন, ‘১৫ বছর ধরে আমি জনপ্রতিনিধি। যতদিন বেঁচে থাকব, ততদিন এ পরিচয়ে এলাকার মানুষের পাশেই থাকব। আমি দলীয় মনোনয়ন না পেলেও এলাকার মানুষের মনোনীত হিসেবে স্বতন্ত্র নির্বাচন করব।’

এদিকে ব্যরিস্টার সুমন হবিগঞ্জ-৪ আসন থেকে দলীয় মনোনয়ন চেয়েছিলেন। সেখানে মনোয়ন পেয়েছেন আরেক নতুন মুখ ময়েজ উদ্দিন শরীফ রুয়েল।

ব্যরিস্টার সুমন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি জানিয়ে দিয়েছেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় বা বিনাভোটে কেউ আসতে পারবেন না। এছাড়া যাকে মনোনয়ন দেবেন তার সঙ্গে একজন ডামি প্রার্থীও থাকবেন। মূল কথা হলো নির্বাচনটা যেন অংশগ্রহণমূলক হয় তাতে জোর দেওয়া হয়েছে। সেটা নিশ্চিত করতে বলা হয়েছে সবাইকে। তাই আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করব। পরিশ্রম কখনও বৃথা যায় না। ঘাম প্রতারণা করে না। আমি আত্মবিশ্বাসী নির্বাচনে জিতব। জয়ী হয়ে আমার এলাকা আরও উন্নত করতে চাই।’

সরওয়ার হোসেনও রবিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন, ‘সিলেট-৬ গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার উন্নয়ন এবং সর্বস্তরের জনগণের একজন সেবক হিসাবে পাশে থাকার জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি স্বতন্ত্র প্রার্থী হব ইনশাল্লাহ। আমার প্রবাসী ভাই-বোনসহ সকলের দোয়া চাই। আমি বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে মানুষ ও দেশকে ভালবাসেন আমিও সেভাবে বাকি জীবনটুকু এলাকার গরিব-দু:খী, মেহনতি মানুষের পাশে থেকে কাটিয়ে দিতে চাই।’

সরওয়ার হোসেন ২০১৮ সালের একাদশ জাতীয় নির্বাচনেও আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে এবার দলের বাইরে প্রার্থীতায় ছাড় থাকার সুযোগে তিনি স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে অনুসারী নেতা-কর্মীদের নিয়ে মাঠে তৎপর বলে জানিয়েছেন তার ঘনিষ্টজনরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *