মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০২:১৯ অপরাহ্ন

সড়কের মধ্যে মিলল এসএসসির উত্তরপত্র

বর্তমানকণ্ঠ ডটকম / ৩৯ পাঠক
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০২:১৯ অপরাহ্ন

জয়পুরহাট,বর্তমানকণ্ঠ ডটকম,শুক্রবার,১৬ ফেব্রুয়ারী ২০১৮ : জয়পুরহাট শহরে সড়কের মধ্যে চলমান এসএসসি পরীক্ষার উত্তরপত্র পাওয়া গেছে। শহরের কেন্দ্রীয় শিব মন্দির এলাকা থেকে এসএসসি ইংরেজি প্রথম পত্র পরীক্ষার ৭৫টি হারানো খাতা উদ্ধার করেছে পুলিশ। বৃহষ্পতিবার রাত ৮টার দিকে ২৫টি ও শুক্রবার দুপুরে অবশিষ্ট ৫০টি খাতা উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

জয়পুরহাট সদর থানার পুলিশ পরিদর্শক (ওসি, তদন্ত) মুমিনুল হক জানান, গত ৫ ফেব্রুয়ারি এসএসসি ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার পর জয়পুরহাট সুগার মিল কেজি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক গোলাম সরওয়ার উত্তরপত্র নিয়ে রাজশাহী শিক্ষা বোর্ড থেকে মাইক্রোবাস থেকে নেমে জয়পুরহাট শহরের তৃপ্তির মোড় থেকে ইংরেজি ১ম পত্রের ২০০টি উত্তরপত্রের একটি বস্তা রিক্সায় উঠিয়ে তিনি রিকসা যোগে নিজ বাড়িতে যাওয়ার পথে শহরের কেন্দ্রীয় শিব মন্দির এলাকায় তার অসতর্কতায় বস্তার মুখ খুলে ৭৫টি খাতা পড়ে যায়। পরে পথচারীদের খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল থেকে ২৫টি খাতা উদ্ধার করে থানায় নিয়ে আসে। এখনো ৫০টি খাতা পাওয়া যায়নি বলে জানান শিক্ষক গোলাম সরওযার ও পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *