শনিবার, ০৪ মে ২০২৪, ০৮:২৮ অপরাহ্ন

১৩ দাবিতে ওলামা লীগসহ ১৩ দলের মানববন্ধন

বর্তমানকণ্ঠ ডটকম / ৩৯ পাঠক
শনিবার, ০৪ মে ২০২৪, ০৮:২৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক,বর্তমানকণ্ঠ ডটকম,মঙ্গলবার, ১৫ মে ২০১৮:

রাসূল সাঃ এর মুবারক শানে মানহানিকর বক্তব্য, লেখা, প্রকাশনা, প্রচার এবং বাল্যবিবাহ বিরোধের শাস্তি মৃত্যুদণ্ড, রমজানের পবিত্রতা রক্ষাসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগসহ ১৩ সংগঠন। মঙ্গলবার (১৫ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে তারা এ মানববন্ধন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, রাসূল সাঃ শানে মানহানিকর বক্তব্য, লেখা, প্রকাশনা, টিভি প্রোগ্রাম, রেডিও প্রোগ্রাম, ইন্টারনেটে স্ট্যাটাসসহ যেকোন বিষয় প্রচার, প্রকাশ ও প্রদানকারীর শাস্তি শুধুমাত্র মৃত্যুদণ্ড দিতে হবে।

বক্তারা আরো বলেন, রমজান মাসে স্কুল, কলেজ, ভার্সিটিতে সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ রাখতে হবে। এছাড়া আসন্ন ঈদে দশদিন জাতীয় ছুটি দিতে হবে। এই রমজানে খেলাধুলা বন্ধ রাখতে হবে, দ্রব্যমূল্য হ্রাস করতে হবে, টিভি চ্যানেলে অশালীন নাচ গান বন্ধ করতে হবে।

অন্য দাবিগুলো হলো সদরঘাটে বাইতুন্নাজাত মসজিদ ভাঙ্গার হোতাসহ নদীতীরের অনেক পবিত্র মসজিদ এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নামে নির্মাণের নামে পবিত্র মসজিদ ভাঙ্গার হোতাদের ফাঁসি দিতে হবে। অবিলম্বে পবিত্র কোরআন শরীফ বিকৃতিতে জড়িত তাদের বহিষ্কার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আন্তর্জাতিক সন্ত্রাসবাদের জনক ওহাবী সালাফী গোষ্ঠী ইসলামী ঐতিহ্য ভেঙে এদেশে একই দিনে ঈদ চাপাতে চায় যা শরীয়ত সম্মত নয় এসব ওহাবী সালাফী নিষিদ্ধ করতে হবে। পার্বত্য চট্টগ্রামে বিচ্ছিন্নতাবাদী উপজাতিদের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে হবে, তামিল বিদ্রোহীদের মতো এসব সন্ত্রাসীর বিরুদ্ধে সামরিক অভিযানের বিকল্প নেই। ভারত থেকে সবধরনের গোশত আমদানি নিষিদ্ধ করতে হবে। কাশ্মীরে মুসলিম শিশু আয়েশাকে নৃশংসভাবে সম্ভ্রম হরণ করে পাথর ছুড়ে থেতলিয়ে দেয়া ভারতীয় সন্ত্রাসী হিন্দু পুরোহিত পুলিশ কর্মকর্তাসহ সব উগ্র হিন্দুদের গ্রেফতার করতে হবে এবং সারা ভারতে মুসলিম নিধন বন্ধে ভারত সরকারকে ব্যবস্থা নিতে কূটনৈতিক চাপ দিতে হবে। ফ্লাইওভার মেট্রোরেল এলিভেটেড এক্সপ্রেস এর মাধ্যমে কখনো যানজট নিরসন হবে না বরং ঢাকার পরিবর্তে জেলা পর্যায়ে অফিস-আদালত, গার্মেন্টস, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, বিভিন্ন কর্মক্ষেত্র বিকেন্দ্রীকরণ করতে হবে। প্রতিটি জেলায় কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বলেছেন, বাংলা সিরিয়াল সামাজিক অবক্ষয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে, বাজে গল্পে ভারতের সামাজিক সমস্যা বাড়াচ্ছে। মমতার বক্তব্য অনুযায়ী ভারতীয় টিভি সিরিয়াল যদি সামাজিক অবক্ষয় হয় তাহলে বাংলাদেশে ভারতীয় টিভি সিরিয়াল বেশি মাত্রায় সামাজিক অবক্ষয় ছড়াচ্ছে। অবিলম্বে ভারতীয় চ্যানেলের সিরিয়াল নিষিদ্ধ করতে হবে এবং ভারতীয় উগ্রবাদীদের বাংলাদেশ বিদ্বেষী উস্কানিমূলক বক্তব্যের বিরুদ্ধে কূটনৈতিকভাবে সোচ্চার হতে হবে। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য দেওয়ানবাগীকে গ্রেপ্তার ও বিচার করতে হবে।

সমাবেশ ও মানববন্ধন সমন্বয় করেন বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মাওলানা মোহাম্মদ আখতার হোসাইন বোখারী। এসময় বক্তব্য রাখেন ওলামা লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজী মাওলানা মো. আবুল হাসান শেখ শরীয়তপুরী, সম্মিলিত ইসলামী গবেষণা পরিষদের সভাপতি আলহাজ্ব হাফেজ মাওলানা আব্দুস সাত্তারসহ অন্যান্য নেতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *