নিজস্ব প্রতিনিধি, বর্তমানকন্ঠ ডটকম, সৌদিআরব : সৌদি আরবের রিয়াদে ৪৯তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সংবর্ধনার আয়োজন করা হয়েছে। কমিউনিটির নেতৃবৃন্দ, চিকিৎসক, প্রকৌশলী, ব্যবসায়ী বাংলাদেশী অভিবাসীগণ ও সংবর্ধনায় যোগ দেন।
২৬ মার্চ রাতে রিয়াদের কূটনৈতিক পাড়ায় সাংস্কৃতিক কেন্দ্রে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনৈতিক, সৌদি আরবের উচ্চপদস্থ কর্মকর্তা, ব্যবসায়ীদের সন্মানে এ সংবর্ধনার আয়োজন করা হয়।রিয়াদের ডেপুটি গভর্নর প্রিন্স মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন আবদুল আজিজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ ও সৌদি আরবের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এরপর রাষ্ট্রদূত গোলাম মসীহ প্রধান অতিথিকে সাথে নিয়ে কেক কেটে অনুষ্ঠানের শুভসূচনা করেন।
রাষ্ট্রদূত সংবর্ধনা অনুষ্ঠানে আগত অতিথিদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ নয় মাসের সশস্ত্র সংগ্রামের মাধ্যমে বাংলাদেশের বিজয় অর্জিত হয়েছিল। রাষ্ট্রদূত গভীর শ্রদ্ধায় স্মরণ করেন মহান মুক্তিযুদ্ধে নিহত ৩০ লাখ শহীদদের।
গোলাম মসীহ বলেন, স্বাধীনতার ৪৮ বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন আজ বিশ্বের অনেক দেশের কাছে রোল মডেলে পরিণত হয়েছে। রাষ্ট্রদূত বাংলাদেশের সাথে সৌদি আরবের চমৎকার বন্ধুত্বপূর্ন সম্পর্ক ও এদেশে বসবাসরত প্রায় ২১ লক্ষ বাংলাদেশীদের সকল বিষয়ে সহায়তার জন্য সৌদি বাদশাহ ও দুই পবিত্র মসজিদের হেফাজতকারী সালমান বিন আবদুল আজিজ আল সৌদ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে আন্তরিক ধন্যবাদ জানান ।
গোলাম মসীহ বলেন, বাংলাদেশ সৌদি আরবের পরীক্ষিত বন্ধু এবং দুদেশের সম্পর্ক দিন দিন বেড়েই চলেছে। আগামী দিনে বাণিজ্য ও বিনিয়োগ সহ বিভিন্ন ক্ষেত্রে এ সম্পর্ক আরও জোরদার হবে। তিনি বলেন, সৌদি আরবের ভিশন ২০৩০ বাস্তবায়নের কার্যকর অংশীদার হতে বাংলাদেশ আগ্রহী।
অনুষ্ঠানে বাংলাদেশের পর্যটন ও সংস্কৃতি তুলে ধরে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিদের নৈশভোজে আপ্যায়ন করা হয়। এছাড়া অতিথিদের আপ্যায়নে ছিল বাংলাদেশের ঐতিহ্যবাহী বিভিন্ন ধরনের পিঠা পুলি ।