শুক্রবার, ১০ মে ২০২৪, ০৫:৫২ অপরাহ্ন

বিশ্বজয়

সৈয়দ মুন্তাছির রিমন / ১৪৪ পাঠক
শুক্রবার, ১০ মে ২০২৪, ০৫:৫২ অপরাহ্ন

কখনো কি দেখেছো?
বিনম্র শ্রদ্ধায় অবিরাম
শহীদ মিনারের অজস্র কান্না,
স্মৃতিসৌধের রক্তাক্ত বেদনা।
কখনো কি দেখেছো?
লাশের মিছিলে রাজপথ
প্রাণহীন লাশের শহর,
জয়নালের দূর্ভিক্ষ দূর্লভ।
কখনো কি দেখেছো?
মনের ভিতরের হিংস্রতা
কেড়ে নেয় ভ্রাতৃত্ব ভালবাসা,
লজ্জায় ফাঁসির কাষ্টে মানবতা!
কখনো কি দেখেছো?
জীবনে বেঁচে থাকা বিচরন
রাত্রির আধারে চোখের জল,
আযানের ধ্বনিতে বক্ষ ঢলমল।
কখনো কি দেখেছো?
দু’হাত তুলে চেয়েছো
স্বার্থের হুলিয়ায় পালিয়ে খুঁজেছো,
নিজের আভিজাত্যে মেতে উঠেছো।
কখনো কি দেখেছো?
আয়নার সম্মুখে দাড়িয়ে
অতীতের জানালায় স্মৃতির নগর,
বুলেটের আঘাতে এক ছাদে মরণ।
কখনো কি দেখেছো?
ন্যায়ে ধানমন্ডি রক্তের ক্ষয়
ত্যাগের মহিমায় স্বাধীনতার সূর্যোদ্বয়
লাল-সবুজ পতাকায় মোদের বিশ্বজয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *