রবিবার, ০৫ মে ২০২৪, ০৪:১০ পূর্বাহ্ন

১৮৮ আরোহী নিয়ে সাগরে বিমান বিধ্বস্ত

বর্তমানকণ্ঠ ডটকম / ৮৫ পাঠক
রবিবার, ০৫ মে ২০২৪, ০৪:১০ পূর্বাহ্ন

আন্তর্জাতিক ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম:
ইন্দোনেশিয়ায় লায়ন এয়ারের একটি উড়োজাহাজ সাগরে বিধ্বস্ত হয়েছে। জেটি-৬১০ ফ্লাইটটিতে ১৮৮ জন যাত্রী ছিলো বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

বিবিসি, রয়টার্সসহ আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হয়েছে- সোমবার (২৯ অক্টোবর) ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা বিমানবন্দর থেকে দেশটির দ্বীপ শহর পাঙকাল পিনাঙয়ের উদ্দেশে যাত্রা করেছিল।

কিন্তু উড্ডয়নের ১৩ মিনিটের মাথায় সাগর পাড়ি দেয়ার সময় নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। কর্মকর্তাদের আশঙ্কা, ১৮৮ জন আরোহী নিয়ে বিমানটি সাগরে বিধ্বস্ত হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ইন্দোনেশিয়ার ন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সির মুখপাত্র ইউসুফ লতিফ। তবে বিমানটি ঠিক কতজন যাত্রী ছিল যে বিষয়ে লায়ন এয়ারের প্রধান নির্বাহী এডওয়ার্ড সিরাইত বলেন, ‘আমরা এখনই কোনো মন্তব্য করতে পারছি না। আমরা সব তথ্য সংগ্রহ করছি।’

লায়ন এয়ার ইন্দোনেশিয়ায় স্বল্প বাজেটের বিমান পরিবহন সংস্থা হিসেবে পরিচিত। দুর্ঘটনাকবলিত বিমানটি বোয়িং ৭৩৭ মডেলের বলে জানা গেছে।

এর আগে ২০১৪ সালের ২৮ ডিসেম্বর ১৬২ জন আরোহী নিয়ে ইন্দোনেশিয়া থেকে সিঙ্গাপুরগামী এয়ার এশিয়ার একটি উড়োজাহাজ জাভা সাগরে বিধ্বস্ত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *