শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৬:২৭ পূর্বাহ্ন

গাজীপুরে ভোট ডাকাতদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে: দুদু

বর্তমানকণ্ঠ ডটকম / ২৫ পাঠক
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৬:২৭ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক,বর্তমানকণ্ঠ ডটকম,শনিবার,২৩ জুন ২০১৮: গাজীপুর সিটি নির্বাচনে ভোট ডাকাতদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে জনগণের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘যুগ যুগে বাঙালি গণতন্ত্রের জন্য জীবন দিয়েছেন, ঝাঁপিয়ে পড়েছেন। পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধেও বাঙালি জাতি লড়াই করে, যুদ্ধে করে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। সেই গণতন্ত্র আজ অবরুদ্ধ, ক্ষতবিক্ষত। সেই গণতন্ত্রের স্বার্থেই গাজীপুরবাসী ভোট ডাকাতদের রুখে দিয়ে বেগম খালেদা জিয়ার ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করবে।’

শনিবার (২৩ জুন) গাজীপুর সিটির ৬নং ওয়ার্ডের বিএনপি মনোনীত প্রার্থী হাসান উদ্দিন সরকারের পক্ষে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। কেন্দ্রীয়, টাঙ্গাইল ও স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ৬নং ওয়ার্ডের বিভিন্ন পাড়া মহল্লা গণসংযোগ করেন। গণসংযোগে হাসান উদ্দিন সরকারের পক্ষে ব্যাপক গণজোয়ার লক্ষ্য করা গেছে।

শামসুজ্জামান দুদু বলেন, ‘গাজীপুরে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে। মিথ্যা মামলায় কারাবন্দি বেগম খালেদা জিয়ার প্রার্থীকে বিজয়ী করতে গাজীপুরবাসী উন্মুখ হয়ে আছে। ব্যালটের মাধ্যমেই এখানকার জনগণ দেশনেত্রীর বিরুদ্ধে যড়যন্ত্রের জবাব দিবে ইনশাল্লাহ।’

তিনি আরো বলেন, ‘সরকার এখানে ভোট ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। পুলিশের অতিউৎসাহী ভূমিকা ও নির্বাচন কমিশনের নির্লিপ্ততা ভোট ডাকাতির নির্বাচনকে আরো ত্বরান্বিত করছে। কিন্তু জনগণ সেই আশা পূরণ হতে দেবে না।’

সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য জনগণের ভোটাধিকার প্রয়োগের সুযোগ সৃষ্টির জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ‘নিশ্চিত পরাজয় জেনে সরকার তাদের দলীয় লোক দিয়ে একবার রিট করিয়ে গাজীপুর সিটি করপোরশন নির্বাচন স্থগিত করেছে। গাজীপুরে জনগণ এবার সেই নাটক ও প্রহসনের জবাব দিবে। আইনশৃঙ্খলা বাহিনী হামলা, মামলা, গ্রেফতার, নির্যাতনের পরও জনগণ বিএনপির পক্ষে তথা ধানের শীষের পক্ষে অবস্থান নিয়েছে।’

গণসংযোগকালে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ও বিশিষ্ট সংগীতশিল্পী বেবী নাজনীন, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি সামসুল আলম তোফা, কোষাধ্যক্ষ ও বিশিষ্ট সমাজসেবক মাইনুল ইসলাম, জাসাসের সৈকত, ছাত্রদলের কেন্দ্রীয় দফতর সম্পাদক মো. আবদুস সাত্তার পাটওয়ারী, স্থানীয় বিএনপি নেতা আব্দুল আজিজ মাস্টার, আশরাফুল মির্জা, ইয়াজুদ্দিন অাহমদ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *