শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৪:৪৭ অপরাহ্ন

বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘ইয়েতি অভিযান’

বর্তমানকণ্ঠ ডটকম / ৪২ পাঠক
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৪:৪৭ অপরাহ্ন

বিনোদন ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম,শনিবার, ১8 নভেম্বর ২০১৭: সৃজিত মুখার্জি পরিচালিত ‘ইয়েতি অভিযান’ ছবিটি ভারতের পর এবার বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। আগামী শুক্রবার ছবিটি মুক্তি।
এরইমধ্যে ছবিটি সেন্সর ছাড়পত্র পেয়ে গেছে।
এর আগে যৌথ প্রযোজনায় ‘ইয়েতি অভিযান’ নির্মিত হচ্ছে জানা গেলেও নির্মাণের মাঝে যৌথ প্রযোজনা থেকে সরে আসে জাজ মাল্টিমিডিয়া। তবে এ ছবিটি আমদানি করার পাশাপাশি পরিবেশনা করেছে জাজ মাল্টিমিডিয়া।
জাজের কর্ণধার আবদুল আজিজ জানান, সাফটা চুক্তির নীতিতে ‘ইয়েতি অভিযান’-এর বিপরীতে কলকাতায় যাচ্ছে শাকিব খান-বুবলীর ছবি ‘বসগিরি’। তবে ‘বসগিরি’ ছবিটি কবে কলকাতায় মুক্তি পাবে সেটি এখনো জানা যায়নি। ‘ইয়েতি অভিযান’ এরইমধ্যে সেন্সর ছাড়পত্র পেয়েছি। আশা করি, ছবিটি বাংলাদেশের দর্শক পছন্দ করবেন।
এদিকে সেন্সর বোর্ডের সদস্য নাসিরউদ্দিন দিলু জানান, গত ২৯শে অক্টোবর ‘ইয়েতি অভিযান’ ছবিটি সেন্সর ছাড়পত্রের জন্য জমা পড়ে। গত সপ্তাহে সেন্সর সনদ দেওয়া হয়েছে।
এই ছবি মুক্তিতে কোনো বাধা নেই।
সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকাবাবু সিরিজের ‘পাহাড়চূড়ায় আতঙ্ক’ অবলম্বনে ‘ইয়েতি অভিযান’ নির্মাণ করছেন সৃজিত। যার প্রধান চরিত্রে আছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। অন্য একটি চরিত্রে দেখা যাবে যীশু সেনগুপ্তকে। আরো অভিনয় করেছেন ফেরদৌস ও বিদ্যা সিনহা মিম। ‘ইয়েতি অভিযান’-এ মিমের চরিত্র ভিন্ন ধাঁচের, অন্যদিকে ফেরদৌসকে পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। এ দুই তারকাকে এর আগে একসঙ্গে দেখা গেছে ‘আমার আছে জল’ ছবিতে। এর আগে একই সিরিজের কাহিনী নিয়ে সৃজিত নির্মাণ করেন ‘মিশর রহস্য’। গত ২২শে সেপ্টেম্বর দুর্গাপূজায় কলকাতায় মুক্তি পায় ‘ইয়েতি অভিযান’। ভারতীয় প্রযোজনা প্রতিষ্ঠান ভেঙ্কটেশ ফিল্মস ছবিটি প্রযোজনা করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *