শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৯:৫০ পূর্বাহ্ন

মেসির রেকর্ডে রোনালদোর ভাগ

বর্তমানকণ্ঠ ডটকম / ৭০ পাঠক
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৯:৫০ পূর্বাহ্ন

খেলাধুলা ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম,বুধবার, বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর :: এক আসরে গ্রুপ পর্বের ছয় ম্যাচেই গোল করার কৃতিত্ব দেখিয়েছেন রিয়াল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।

বুধবার (৬ ডিসেম্বর) রাতে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষের ম্যাচে এক গোল করে চ্যাম্পিয়ন্স লিগের ৬২ বছরের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে এ রেকর্ড করেন তিনি। একই সঙ্গে লিওনেল মেসির গড়া গ্রুপ পর্বে সর্বোচ্চ ৬০ গোলের রেকর্ডেও ভাগ বসিয়েছেন পর্তুগিজ এই অধিনায়ক।

এতদিন ৬০ গোল নিয়ে রেকর্ডটি ছিল বার্সেলোনা ফরোয়ার্ড মেসির একার দখলে। আগের ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমে মেসি গোল না পেলে ওই সংখ্যায়ই থেকে যায়। সেই সুযোগটা হাতছাড়া করেননি রোনালদো। ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের হয়ে এই রেকর্ডটি ছুঁলেন পর্তুগিজ এই ফরোয়ার্ড।

এর আগে ২০০৯-১০, ২০১৩-১৪ ও ২০১৫-১৬ মৌসুমে এককভাবে গ্রুপ পর্বে চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ গোলদাতা ছিলেন রোনালদো। ২০১২/১৩ ও ২০০৭/০৮ মৌসুমে ছিলেন যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা। তবে ইউরোপ সেরার এ লড়াইয়ে চলতি মৌসুমে এখন পর্যন্ত ৯ গোল নিয়ে পুর্তগিজ এ ফরোয়ার্ড রয়েছেন সবার ওপরে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *