শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০২:০০ পূর্বাহ্ন

লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৬৩ শরণার্থী নিখোঁজ

বর্তমানকণ্ঠ ডটকম / ৪০ পাঠক
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০২:০০ পূর্বাহ্ন

আন্তর্জাতিক ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম,মঙ্গলবার, ৩ জুলাই ২০১৮: লিবিয়া উপকূলে জাহাজডুবির ঘটনায় অভিবাসন প্রত্যাশী ৬৩ শরণার্থী নিখোঁজ রয়েছেন।

দুর্ঘটনায় বেঁচে যাওয়াদের বরাত দিয়ে লিবিয়ার নৌবাহিনীর জেনারেল আইয়ুব কাসেম জানান, শরণার্থীদের বহনকারী নৌকাটি ডুবে যাওয়ায় শরণার্থীদের দলটি ডুবে গেছেন। এ ঘটনায় লাইফ জ্যাকেট পরা ৪১ জনকে উদ্ধার করা হয়েছে।

বার্তা সংস্থা এএফপি’র এক প্রতিবেদন থেকে এ খবর জানা যায়।

প্রতিবেদনটিতে আরও বলা হয়, প্রাণে বেঁচে যাওয়া শরণার্থীরা জানান, তাদের নৌযানে ১০৪ জন আরোহী ছিল। জাহাজটি ত্রিপোলির পূর্ব উপকূল গারাবুলিতে ডুবে যায়।

একই অঞ্চলে অপর দুই অভিযানে উদ্ধার হওয়া ২৩৫ অভিবাসন প্রত্যাশী শরণার্থীর সাথে এই ৪১ জনকে নিয়ে লিবীয় কোস্টগার্ডের একটি জাহাজ সোমবার (০২ জুলাই) ত্রিপোলিতে ফিরে এসেছে। এদের মধ্যে ৫৪ জন শিশু ও ২৯ জন নারী রয়েছে।

কাশেম জানান, যাত্রা ব্যাহত হওয়ার কারণে জাহাজটি প্রায় ২৪ ঘণ্টা বিলম্বে উপকূলে পৌঁছায়।

শুক্রবার থেকে রবিবারের মধ্যে ভূমধ্যসাগরে অভিবাসন প্রত্যাশী ১৭০ জন নিখোঁজ হওয়ার পর এটি ছিল সর্বশেষ জাহাজ ডুবির ঘটনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *