শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৮:০০ পূর্বাহ্ন

সরকারী কাজে বাধা দেয়া ও কর্মকর্তাকে মারধর করার অভিযোগে ফলসী ইউপি চেয়ারম্যন গ্রেফতার

বর্তমানকণ্ঠ ডটকম / ৬৮ পাঠক
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৮:০০ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার, বর্তমানকন্ঠ ডটকম, ঝিনাইদহ : সরকারী কাজে বাধা দেয়া এবং সরকারি কর্মকর্তাকে মারধর করার অভিযোগে পুলিশ চেয়ারম্যান ফজলুর রহমানকে গ্রেফতার করেছে। জানা গেছে, ১৮ মে সোমবার সন্ধ্যায় তাকে ডিবি পুলিশ গ্রেফতার করে।

হরিনাকুন্ডু উপজেলা প্রকৌশলীর দপ্তরে প্রবেশ করে চেয়রাম্যান ফজলুর রহমান ওই প্রকৌশলীকে মারধর ও সরকারি কাজে বাধা প্রদান করেন। এই ঘটনায় উপজেলা প্রকৌশলী (ভারপ্রাপ্ত) রওশন হাবিব হরিণাকুন্ডু থানায় মামলা দায়ের করেন।

সোমবার সন্ধ্যায় পুলিশ অভিযুক্ত চেয়ারম্যানকে তার শহরের বাড়ি থেকে গ্রেফতার করে। হরিণাকুন্ডু থানার ওসি আসাদুজ্জামান চেয়ারম্যানের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে তড়িৎ গতিতে অপরাধীকে গ্রেফতারের ঘটনায় জেলার চৌকস পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান (পিপিএম) কে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন বিভিন্ন সচেতন মহল থেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *