শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২:২০ অপরাহ্ন

সৌদি আরব প্রবাসী শামীমের উদ্যোগে লক্ষ্মীপুরে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ

বর্তমানকণ্ঠ ডটকম / ৪৯ পাঠক
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২:২০ অপরাহ্ন

বর্তমানকন্ঠ ডটকম, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের মহামারি করোনাভাইরাস প্রতিরোধে লকডাউনে থাকা কর্মহীন হয়ে পড়া ১ শত১০ অসহায় পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে সদর উপজেলার চররুহিতা ইউনিয়নে যুবলীগ নেতা প্রবাসী এজাজ উদ্দিন শামীমের উদ্যোগে এসব বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রীর মধ্য রয়েছে চাল, ডাল, আলু, পেঁয়াজ, ছোলা, চিনি, তেল, দুধ মুড়ি, খেজুর ও চা পাতা।

এসব ত্রাণ সামগ্রী ডোর টু ডোর বিভিন্ন এলাকায় পৌঁছে দিতে সহায়তা করেছেন নজরুল ইসলাম সবুজ, রুবেল মাহমুদ, ওসমান গনি ও রাকিব হোসেন।

এছাড়াও ঘোষণা দেওয়া হয়েছে, যাদের ঘরে খাবার নেই, তারা যোগাযোগ করলে তিনি খাবার পৌঁছে দিবেন।

রুবেল মাহমুদ জানান, মহামারী করোনায় চররুহিতায় কর্মহীন গৃহবন্ধি অসহায় এক হাজার পরিবারের মাঝে তিন ধাপে খাদ্য সামগ্রী বিতরণ করার পরে চতুর্থ ধাপে পবিত্র রমজান উপলক্ষে ১ শত ১০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে।

প্রবাসী এজাজ উদ্দিন শামীম বলেন, সরকারি নির্দেশনায় আপনারা ঘরে থাকুন। ভয়াল ঘাতক করোনাভাইরাস থেকে বাঁচার সবচেয়ে বড় উপায় হচ্ছে সামাজিক দূরুত্ব বজায় রাখা। এজন্য এলাকাবাসীর প্রতি অনুরোধ আপনারা ঘরে থাকুন এবং সামাজিক দূরুত্ব বজায় রাখুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *