1. azadkalam884@gmail.com : A K Azad : A K Azad
  2. bartamankantho@gmail.com : বর্তমানকণ্ঠ ডটকম : বর্তমানকণ্ঠ ডটকম
  3. cmisagor@gmail.com : বর্তমানকণ্ঠ ডটকম : বর্তমানকণ্ঠ ডটকম
  4. khandakarshahin@gmail.com : Khandaker Shahin : Khandaker Shahin
বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ১০:০৭ অপরাহ্ন
১১ বছরে বর্তমানকণ্ঠ-
১১ বছর পদার্পণ উপলক্ষে বর্তমানকণ্ঠ পরিবারের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা....

ইয়ংমেন্স সমবায় সমিতির পরিচালনা কমিটি গঠিত

বর্তমানকন্ঠ ডটকম ।
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১

ইয়ংমেন্স সমবায় সমিতির পরিচালনা কমিটি গঠিত হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী ইয়ংমেন্স ক্লাব বাংলাবাজার এর সদস্যদের নিয়ে গঠিত হয়েছে। ইয়ংমেন্স সমবায় সমিতি। ৩৬জন সদস্য বিশিষ্ট সমিতির ১১জন পরিচালনা কমিটি গঠন করা হয়। ১ অক্টোবর ২০২১ রোববার সমিতির নব-নির্বাচনে আবুল মুবারক’কে সভাপতি ও কামাল উদ্দিন হরুনকে সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সুমনকে কোষাধ্যক্ষ করে ১১ জন পরিচালনা কমিটি গঠন করা হয়।

তাদের মধ্যে মিজানুর রহমান সহ-সভাপতি। পারভেজ ইকবাল সোহাগ যুগ্ম সম্পাদক। অর্জুন চন্দ্র দাস সাংগঠনিক সম্পাদক।খালেদ সাইফুল্লাহ আশেক দপ্তর সম্পাদক। মুহাম্মাদ আলমগীর অফিসও প্রচার সম্পাদক। হুসাইন আহমেদ সদস্য। আবুল হাসান মাসুদ সদস্য। এস কে মিজান সদস্য নির্বাচিত হন।

সমিতির সদস্য পরিচিতি – কামাল উদ্দিন হারুন (আমেরিকা), মোঃ আবুল মোবারক (সৌদি আরব),পারভেজ ইকবাল সোহাগ (আরব আমিরাত), দেলোয়ার হোসেন সুমন (সৌদি আরব, দেলোয়ার হোসেন রিয়াদ (সৌদি আরব), আমজাদ হোসেন মাহবুব (পর্তুগাল), হোসাইন আহম্মদ মোল্লা (কাতার), মোয়াজ্জেম হোসেন বাদল (কাতার), এস কে মিজান (কাতার), মোঃ ফয়েজ উল্ল্যাহ হেন্জু (আরব আমিরাত), জাফর ইকবাল সজিব (বাংলাদেশ), ফররুখ ইকবাল রাজু (সাউথ আফ্রিকা), আবুল হাসান মাসুদ (আরব আমিরাত), মোঃ আবুল খায়ের (বাংলাদেশ), ইমাম উদ্দিন খানসাব (ব্রাজিল), মোঃ আলমগীর (সৌদি আরব), মোঃ সাহাব উদ্দিন আজাদ (বাহরাইন), আবদুল্লাহ আল জাহেদ সিফাত (ওমান), মোঃ আবদুর রহমান সৈকত (কাতার), নূরুল্লাহ (আরব আমিরাত), আব্দুর রহিম জুয়েল (আরব আমিরাত), আবদুল আউয়াল নবেল (আরব আমিরাত), বেলাল হোসেন (ইতালি), মুহাম্মদ ইমাম মাহদী (আমেরিকা), মোহাম্মদ আলী (সৌদি আরব), অর্জুন চন্দ্র দাস (বাংলাদেশ), আবদুল আউয়াল (বাংলাদেশ), মোঃ খালেদ সাইফুল্লাহ আশিক (সাউথ আফ্রিকা), আবদুল লতিফ (বাংলাদেশ), মোঃ ইউসুফ ডালিম (সৌদি আরব), নিজাম উদ্দিন পিয়াস ( আরব আমিরাত), দেলোয়ার হোসেন (সৌদি আরব), মিজানুর রহমান (বাংলাদেশ), মোঃ গোলাম আজম (আরব আমিরাত), মোহাম্মদ আলী মোহন (আমেরিকা), জাকার হোসেন (সৌদি আরব)।

গঠনতন্ত্র অনুযায়ী সকল সদস্যদের সম্মতিক্রমে ইয়ংমেন্স সমবায় সমিতি দুই বছরের জন্য পরিচালনা কমিটি অনুমোদিত। যাহা সকল সদস্যদের পরামর্শ অনুযায়ী পরিচালিত হবে । গঠনতন্ত্রে শর্তাবলী সকল সদস্যদের কে উপ-আইন হিসাবে পালন ও মান্য করিতে বাধ্য থাকিবে। ইয়ংমেন্স সমবায় সমিতি বাংলাবাজার কোম্পানীগঞ্জ নোয়াখালী। সঞ্চয়ে উন্নতি- সঞ্চয়ে সমৃদ্ধি -সঞ্চয় করি ভবিষ্যৎ গড়ি। এই স্লোগানকে সামনে রেখে সদস্যদের কল্যাণে কাজ করে যাবেন বলে জানান নব-নির্বাচিত কমিটির সদস্যগণ এবং সুখে দুঃখে একে-অপরের পাশে দাঁড়াবে এমনটি প্রত্যাশা করেন নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক।




এই পাতার আরো খবর

















Bartaman Kantho © All rights reserved 2020 | Developed By

Privacy Policy

Theme Customized BY WooHostBD