” করোনাকে ভয় আর কেন হয় ”
— শ্রী অরবিন্দ ধর
কালোজিরা মধু খেলে
করোনা যাবে চলে।
লাল চায়ে লেবু
কোভিড -১৯ হবে কাবু।
খেলে রসুন তেলে ভেজে
ভাইরাস যাবে মজে।
ছেড়ে দিলে ধূমপান
ফুসফুস পাবে সন্মান।
লবঙ্গ গোলমরিচ তেজপাতার চা
দিনে তিনবার খা।
সব ওষুদের দাদা
নাম হলো তার আদা।
তুলসি পাতা মেথি
বিশ্ব জোরা খ্যাতি।
প্রতিদিন খাবি এলাচ দারচিনি
কাগজি লেবুতে জল আর চিনি।
দিনে একবার সরবত
করোনা বিণাশে মহব্বত।
গরম জলের ভাপ
শুকনো কাশি মাপ।
জ্বর হলে এইচ
করোনার নামে কেইচ।
তাই করোনা নিয়ে ভয়
আর কেন হয় আমরা করব জয়।।
লেখক : বর্তমানকন্ঠ প্রতিনিধি, নেত্রকোনা।