বর্তমানকন্ঠ ডটকম, দাম্মাম, সৌদি আরব : দাম্মামের বিশিষ্ট ব্যবসায়ী ও দাম্মাম বাংলাদেশ সোসাইটির অন্যতম সংগঠক জামান মনিরের সহায়তায় মাহাত্মা তামানিয়া ফাহাদ রেষ্টুরেন্ট সংলগ্ন বধরানীতে ২৫ ব্যাক্তির হাতে খাদ্যদ্রব্য তুলে দেন বাংলাভিশন টিভি’র দাম্মাম প্রতিনিধি রানা রহমান সহ অন্যান্যরা।
খাদ্যদ্রব্যের মধ্যে ছিল চাউল, ডাল, চনা বুট, তৈল, মুরগীর মাংস ও মুড়ী।
বাংলাভিশন টিভির প্রতিনিধি রানা রহমান বলেন, বর্তমানে করোনা প্রাদুর্ভাবের কারণে সৌদি আরবে অনেক বাংলাদেশিরা অসহায় হয়ে পড়েছে৷ তাই সকল বিত্তবানদের প্রতি আহ্বান জানাচ্ছি এমন মহামারী দূর্যোগে প্রবাসীদের সহায়তার করার জন্য।
এদিকে দাম্মাম ফিসারিজ এর স্বত্তাধিকারী শওকত কামাল এর সহায়তায় বধরানীতে ১০৮ ব্যাক্তির মধ্য খাদ্য সহায়তা প্রদান করা হয়। খাদ্য দ্রব্যের মধ্যে ছিল চাউল, ডাল, চনা বুট, তৈল, আলু, মুরগীর মাংস, মাছ, মুড়ী ও লবন।
শওকত কামাল, সকল বিত্তবানদের মহামারী দূর্যোগে প্রবাসীদের পাশে থেকে সহায়তার করার জন্য আহবান জানান।