নিউজ ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম,শনিবার, ০৯ জুন ২০১৮: সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমি আপনাদের আশ্বস্ত করতে চাই যে গত কয়েকবারের তুলনায় এবার সড়ক মহাসড়কের অবস্থা ভালো। ঈদযাত্রায় যানজট হবে না। মেজর কোনো সমস্যা সড়কে হবে না, যদি নিয়ম-কানুন, শৃঙ্খলাগুলো ঠিক থাকে। একইসঙ্গে ঈদযাত্রায় যানজট এড়াতে সড়কে সবাইকে নিয়ম মেনে চলার আহ্বান জানান তিনি।
আজ শনিবার ঢাকার এলেনবাড়ীতে বিআরটিএ কার্যালয়ে ঈদযাত্রা নিয়ে এক প্রস্তুতিমূলক সভায় এ আহ্বান জানান মন্ত্রী।
সড়ক পরিবহনমন্ত্রী বলেন, এবার বর্ষায় ঈদের সময়ে সড়ক-মহাসড়কে যানজটের আশঙ্কা করা হচ্ছে। তিন সেতুর (কাঁচপুর ব্রিজ ও দাউদকান্দি ব্রিজ) সমস্যা তো ডিসেম্বর পর্যন্ত থাকবে, তা আগেও ছিল। তারপর বৃষ্টি-বাদলের কারণে নির্মাণাধীন ঢাকা-এলেঙ্গা মহাসড়কে যাত্রা কিছুটা বিঘ্ন হতে পারে। তবে ঈদে নির্বিঘ্নে চলাচল করতে সংস্কারের কাজ বন্ধ রেখেছি। এছাড়া যেসব রাস্তায় খোঁড়াখুঁড়ি চলছে তা বন্ধ করতে নির্দেশ দিয়েছি। ঈদের পরেই তা করতে বলেছি।