কবির আল মাহমুদ, বর্তমানকন্ঠ ডটকম, স্পেন :
নিজেদের মধ্যে ঐক্য অক্ষুন্ন রেখে প্রবাসী বাংলাদেশিদের উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় নিয়ে স্পেনের বার্সেলোনায় রাজনগর কোলতোরাল অ্যাসোসিয়েশন গঠন করা হয়েছে। ২৮ সেপ্টেম্বর, রবিবার স্থানীয় একটি রেস্তোরাঁয় এ উপলক্ষে মতবিনিময় সভার আয়োজন করা হয়।কমিউনিটি নেতা আকরাম আলীর সভাপতিত্বে ও রেজাউল করিম শহিদের পরিচালনায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে মোজাম্মেল হককে সভাপতি, জায়েদ আহমেদকে সাধারণ সম্পাদক ও আকরাম আলীকে সাংগঠনিক সম্পাদক করে রাজনগর কোলতুরাল অ্যাসোসিয়েশন ইন কাতালোনিয়ার নতুন কমিটি গঠন করা হয়।
পূর্ণাঙ্গ কমিটির সদস্যরা হলেন- সভাপতি: মোজাম্মেল হক, সহ সভাপতি: রেজাউল করিম শহিদ, সাধারণ সম্পাদক: জায়েদ আহমদ, সহ সাধারণ সম্পাদক: যায়েদ আহমদ লকুছ , সাংগঠনিক সম্পাদক: আকরাম আলী, সহ সাংগঠনিক সম্পাদক: ছালেখ আলী, অর্থ সম্পাদক: রানা আহমদ, প্রচার সম্পাদক: রওশন আহমদ এনাম, দপ্তর সম্পাদক: এমরান আলী, ধর্ম বিষয়ক সম্পাদক: মোক্তা মিয়া। সদস্য: সাহেদ আহমদ, শাহজান মিয়া, হেলাল উদ্দিন, লুতফুর রহমান, সুহেল মিয়া, রাহী অহমদ, আব্দুস সামাদ ও হাবিব মিয়া। উপদেষ্টাম-লীর সদস্যরা হলেন- শেরুজ্জামান, মাহফুজুর রহমান, আতিকুর রহমান, তারেক উদ্দিন মোজাহিদ, মজনু উদ্দিন।