শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৩:৩৬ অপরাহ্ন

সুন্দরগঞ্জে পুলিশ সদস্য গ্রেফতার!

বর্তমানকণ্ঠ ডটকম / ১০ পাঠক
বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২০

সিরাজুল ইসলাম রতন গাইবান্ধা থেকে:
গাইবান্ধার সুন্দরগঞ্জে এক পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে সুন্দরগঞ্জ থানা পুলিশ। গতকাল মঙ্গলবার কালির খামার গ্রামের আমজাদ হোসেনের ছেলে পুলিশ সদস্য আনারুল ইসলামকে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়।
থানা সূত্র জানাযায় গত ১৫ ফেব্রুয়ারী উপজেলার কঞ্চিবাড়ী গ্রামের মুকুট মিয়ার ছেলে সুমন মিয়া বাদি হয়ে মারপিট ও চুরির অভিযোগ এনে পুলিশ সদস্য আনারুল ইসলামসহ ১২ জনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা করেন। মামলা নং-৩২। এ মামলায় কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই ও মামলার তদন্তকারী কর্মকর্তা সহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে আনারুল ইসলামকে গ্রেফতার করেন।
পুলিশ সদস্য আনারুল ইসলাম দিনাজপুর জেলার বিরামপুর থানায় বেতার চালক হিসেবে কর্মরত আছেন বলে কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মোখলেছুর রহমান জানান। থানা অফিসার ইনচার্জ আব্দুল্যা হিল জামান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

সিরাজুল ইসলাম রতন
গাইবান্ধা
১৯/০২/২০২০
০১৭১৮-৭০১-৪৭০


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই পাতার আওর সংবাদ