দেলোয়ার হোসেন সুমন, বর্তমানকন্ঠ ডটকম : সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশী নিহত আরেকজন আহত হয়েছেন । মরুভুমির রাস্তায় ধুলি ঝড়ের মধ্যে আরকেটি লরির সাথে ধাক্কা লেগে এই দূর্ঘটনা ঘটে বলে হতাহতের পরিচিতরা জানান । ২১মার্চ শনিবার স্থানীয় সময় রাত ৮ টার সময় সৌদি আরবের হাইল – তাবুক মহাসড়কের আলহায়াত নামক স্থানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন আবদুল্লাহ আল নোমান (৩০) নামের প্রবাসী বাংলাদেশি ।এই দুর্ঘটনায় আহত হয়েছেন তাদের গাড়ীর ড্রাইভার নুর নবী । গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে।
নিহত নোমান নোয়াখালী কোম্পানীগঞ্জের চর হাজারী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড মৌলভি ইউনুস সাহেব বাড়ীর শেখ ফরিদের ছেলে । তিনি দীর্ঘদিন বিডি ফুডস কোম্পানির সেলসম্যান হিসাবে সৌদিতে কর্মরত ছিলেন । আহত নুর নবীর বাড়ী একই এলাকায় ।