শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২:২২ অপরাহ্ন

আইপিএল ১৫তম আসরে মুকুটহীন রাজার প্রথম হার

ক্রীড়া ডেস্ক: / ২৯ পাঠক
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২:২২ অপরাহ্ন

আইপিএলের উদ্বোধনী ম্যাচটা হচ্ছে লো স্কোরিং। শনিবার (২৬মার্চ) টস জিতে বোলিং করার সিদ্ধান্ত যে শ্রেয়াস আয়ারের সঠিকই ছিল, সেটা প্রমাণ করলেন তার বোলাররা। মুম্বাইর ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই রিতুরাজ গায়কোয়াড় এবং ডেভন কনওয়ের উইকেট হারিয়ে বিপদে পড়ে।

চেন্নাই সুপার কিংসকে তারা বেধে ফেলেছে মাত্র ১৩১ রানে। লক্ষ্য তাড়া করতে নেমে ৬ উইকেটের জয় দেখে শ্রেয়াস আইয়ারের কেকেআর। এদিকে চেন্নাইকে হারিয়ে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভাগ্য বদলের চেষ্টা কেকেআরের। এই মাঠে এর আগে খেলা ১১ ম্যাচের ১০টিতে হেরেছিল কলকাতার ফ্র্যাঞ্চাইজিটি। অবশেষে ১২তম ম্যাচে এসে মুম্বাইর বিপক্ষে ২য় জয় দেখলো কেকেআর। অপরদিকে গত সিজনে মুম্বাইয়ে মাত্র ১ ম্যাচ হারা চেন্নাই এবার মুম্বাইয়ে এবার পরাজয় দিয়ে শুরু করলো।

চেন্নায়ের হয়ে ধোনির ৩৮ বলে ৫০ রান করার পরও স্কোর বড় হয়নি। ৫টি উইকেট হাতে ধরে রেখেও মেরে খেলতে পারেনি নতুন অধিনায়ক রবিন্দ্র জাদেজার দল।

গায়কোয়াড় শূন্য রানে আউট হয়ে যান। কনওয়ে করেন ৩ রান। এরপর রবিন উথাপ্পা ২৮, আম্বাতি রাইডু ১৫ রান করে আউট হয়ে যান। ইনিংসকে বড় করতে পারেনি তারা। শিবাম দুবে আউট হন ৩ রানে। রবিন্দ্র জাদেজা ২৮ বলে ২৬ রান করে অপরাজিত থাকেন। মহেন্দ্র সিং ধোনি ৩৮ বলে ৫০ রান করে অপরাজিত থাকেন। ১টি ছক্কা এবং ৭টি বাউন্ডারির মার মারেন।

কলকাতার হয়ে উমেষ যাদব ২টি, বরুন চক্রবর্তি এবং আন্দ্রে রাসেল নেন ১টি করে উইকেট। তবে সুনিল নারিন উইকেট না পেলেও ৪ ওভারে দেন মাত্র ১৫ রান। উমেষ যাদব ২ উইকেট নিলেও ৪ ওভারে মাত্র ২০ রান দেন। কথায় বলে পুরনো চাল ভাতে বাড়ে। ধোনিই এই চেন্নাই দলের পুরনো চাল। তিনিই চেন্নাই ইনিংসের সেরা পারফরমার। এই ৪০ বছর বয়সেও। কারা যেন বলছেন নেতৃত্ব ছাড়া আসলে তাঁর অবসরের গ্রহে পা রাখার প্রথম পদক্ষেপ।

আইপিএল কিন্তু শুরু থেকেই ধোনিময়। ফের প্রমাণ করে দিলেন মুকুট খুলে রাখলেও তিনিই আসল রাজা।

চেন্নাই সুপার কিংস স্কোয়াড : রবিন্দ্র জাদেজা (অধিনায়ক), এমএস ধোনি (উইকেটরক্ষক), রুতুরাজ গায়কওয়াড়, রবিন উথাপ্পা, ডেভন কনওয়ে, আম্বাতি রাইডু, শিবম দুবে, ডোয়াইন ব্রাভো, ক্রিস জর্ডান, রাজবর্ধন হ্যাঙ্গারগেকার, মহেশ থিক্সানা, অ্যাডাম মিলনে, মিচেল সান্টনার, তুষারদেব , হরি নিশান্ত, এন জগদীসান, শুভ্রাংশু সেনাপতি, প্রশান্ত সোলাঙ্কি, মুকেশ চৌধুরী, কে এম আসিফ, সিমারজিৎ সিং, ভগথ ভার্মা।

কলকাতা নাইট রাইডার্স স্কোয়াড : শ্রেয়াস আইয়ার (অধিনায়ক ), স্যাম বিলিংস (উইকেটরক্ষক), ভেঙ্কটেশ আইয়ার, অজিঙ্কা রাহানে, নীতীশ রানা, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, চমিকা করুণারত্নে, শিবম মাভি, বরুণ চক্রবর্তী, উমেশ যাদব, রাশিখ সালাম, মোহাম্মদ নবী, শেলডন, জ্যাক সালাম। , বাবা ইন্দ্রজিৎ, রিংকু সিং, টিম সাউদি, অনুকুল রায়, প্রথম সিং, অভিজিৎ তোমর, আমান হাকিম খান, অশোক শর্মা, রমেশ কুমার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *