বুধবার, ০১ মে ২০২৪, ০৮:০০ পূর্বাহ্ন

কঙ্গোতে বিস্ফোরণে নিহত ৯, আহত ১৬

বর্তমানকণ্ঠ ডটকম / ৪৩ পাঠক
বুধবার, ০১ মে ২০২৪, ০৮:০০ পূর্বাহ্ন

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর একটি মাঠে দুর্ঘটনাক্রমে বোমার বিস্ফোরণে অন্তত ৯ জন নিহত এবং ১৬ জন আহত হয়েছে। সংবাদসংস্থা এএফপি স্থানীয় সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বুধবার (১৯ জুলাই) সন্ধ্যায় উত্তর কিভু প্রদেশের রুতশুরু অঞ্চলের লুবওয়ে সুদে বিস্ফোরণটি ঘটে। স্থানীয় জাস্টিন মওয়ানগাজা জানান, একজন বেসামরিক ব্যক্তি একটি মাঠ থেকে বোমা পেয়ে তা মিলিশিয়াদের কাছে দিয়েছিলেন। পরে সেটি বিস্ফোরিত হয়। এতে ৯ জন নিহত ও ১৬ জন আহত হয়।

কাছাকাছি একটি ক্লিনিকের একজন নার্স হতাহতের সংখ্যা নিশ্চিত করে বলেছেন, দুজন ঘটনাস্থলেই মারা যান এবং সাতজন ক্ষতবিক্ষত অবস্থায় পরে মারা যান। আহত ১৬ জনের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি।

উল্লেখ্য, হতাহতের সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

কয়েক দশক ধরে ডিআর কঙ্গোর পূর্বাঞ্চলের বেশির ভাগ অংশ সশস্ত্র গোষ্ঠীগুলোতে জর্জরিত। ১৯৯০ থেকে সেখানে আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে পড়ে। এম২৩ নামের একটি গোষ্ঠী বছরের পর বছর সুপ্ত থাকার পর ২০২১ সালের শেষের দিকে আবার অস্ত্র হাতে নেয়। এর পর থেকে তারা উত্তর কিভুতে বিস্তীর্ণ অঞ্চল দখল করেছে।

জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় অফিস ওসিএইচএ অনুসারে, বিদ্রোহী অভিযানে ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *