রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৪:৩০ পূর্বাহ্ন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল পাচারকালে আটক ২

বর্তমানকণ্ঠ ডটকম / ৪০ পাঠক
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৪:৩০ পূর্বাহ্ন

সিরাজুল ইসলাম রতন, বর্তমানকন্ঠ ডটকম, গাইবান্ধা : গাইবান্ধার গোবিন্দগঞ্জে ১০’টাকা কেজি দরের ১৪৩ বস্তা চাল পাচারকালে আটক করেছে স্থানীয় জনতা। ঘটনা ঘটেছে ২২ মে শুক্রবার উপজেলার শালমারা ইউনিয়নের শাখাহাতী বালুয়া বাজারে।

স্থানীয়রা চাল আটক পূর্বক ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আইয়ুব আলীকে অবহিত করে। তিনি ঘটনাস্থলে দ্রুত উপস্থিত হয়ে চাল পরিবহনের নছিমন গাড়ি, ১৪৩ বস্তা ফেয়ার প্রাইজের চাল ও চালক শিপন মিয়া (৩৯) কে জিম্মায় নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রামকৃষ্ণ বর্মণকে মুঠোফোনে বিষয়টি অবহিত করেন।

নির্বাহী কর্মকর্তা পুলিশসহ ঘটনাস্থলে পৌঁছে চালক শিপন মিয়াকে জনসম্মুখে জিজ্ঞাসাবাদ করেন। চালগুলো ডিলার জিল্লুর রহমানের এবং বগুড়া সোনাতলা উপজেলার পল্লব নামে এক ব্যবসায়ীর ঘরে নিয়ে যাওয়া হচ্ছিল বলে নছিমন গাড়ির চালক এ সময় স্বীকারোক্তি দেয়।

গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন এবং উপজেলা ট্যাগ অফিসার বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *