মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১১:৫৫ অপরাহ্ন

জানুয়ারীতেই সাত কলেজে পরীক্ষা শুরুর চিন্তা

হাসান তামিম, ঢাকা। / ৫৬ পাঠক
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১১:৫৫ অপরাহ্ন

জানুয়ারীর মাঝামাঝিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের পরীক্ষা শুরুর চিন্তা রয়েছে বলে জানিয়েছেন সাত কলেজের সমন্বয়ক ও কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আই কে সেলিম উল্ল্যাহ খোন্দকার৷ পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ নির্ধারন করা হয়েছে ১৪ জানুয়ারি ৷

বৃহস্পতিবার(২৪ ডিসেম্বর) তিনি এ তথ্য নিশ্চিত করেন৷ তবে করোনা ভাইরাসের প্রভাবে স্থগিত হওয়া পরীক্ষা অগ্রাধিকার ভিত্তিতে শুরুর প্রস্তাব করা হয়েছে৷ সেই হিসেবে ২০১৭ সালের মাস্টার্স শেষ পর্ব, ২০১৬ সালের মাস্টার্স প্রথম পর্ব এবং ২০১৫ সালের ডিগ্রি স্পেশাল পরীক্ষা শুরুর প্রস্তুতি চলছে৷

ইতোমধ্যে স্থগিত হওয়া অনার্স ১ম বর্ষের ব্যবহারিক পরীক্ষা শুরুর অনুমতি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন৷ এছাড়া অনার্স তৃতীয় ও চতুর্থ বর্ষ , মাস্টার্স শেষ পর্বের পরীক্ষা জানুয়ারিতে শুরুর সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি৷ চলতি সপ্তাহে অনলাইনে ফরম পূরব শুরু হবে বলেও জানান তিনি৷ ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

তবে সরকারি কলেজ হওয়ায় পরীক্ষা শুরুর জন্য নিতে হবে শিক্ষা মন্ত্রনালয়ের অনুমতি৷ আগামী দুই একদিনের মধ্যে পরীক্ষা শুরুর অনুমতি চেয়ে শিক্ষা মন্ত্রনালয়ে আবেদন করবে সাত কলেজ কর্তৃপক্ষ৷ সবকিছু ঠিকঠাক থাকলে আর করেনা ভাইরাস পরিস্থিতি বর্তমনা অবস্থায় থাকলেও পরীক্ষা শুরু সম্ভব বলে মনে করছেন এই সমন্বয়ক৷

তবে পরীক্ষা শুরু হলে মানা হবে স্বাস্থ্য বিধি৷ পরীক্ষার্থী কেন্দ্রে প্রবেশের সময় শরীরের তাপমাত্রা মাপা, মাস্ক বাধ্যতামূলক সহ এক কক্ষে সর্বোচ্চ ২০ থেকে ২৫ জন শিক্ষার্থীর পরীক্ষা নেয়ার ব্যবস্থা করা করা হবে৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *