শনিবার, ০৪ মে ২০২৪, ০৬:১৬ পূর্বাহ্ন

জাবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় নাট্য উৎসব শুরু

বর্তমানকণ্ঠ ডটকম / ৩৯ পাঠক
শনিবার, ০৪ মে ২০২৪, ০৬:১৬ পূর্বাহ্ন

নিউজ ডেস্ক, বর্তমানকণ্ঠ ডটকম, শুক্রবার, ০২ ফেব্রুয়ারী ২০১৮:‘বিহ্বল সময়, তবু গাই জীবনের জয়গান’এই স্লোগানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ৬টি বিশ্ববিদ্যালয়ের নাট্যকর্মীদের অংশগ্রহণে ১০দিনব্যাপী আন্তঃবিশ্ববিদ্যালয় নাট্য উৎসব শুরু হয়েছে।
জাহাঙ্গীরনগর থিয়েটার (অডিটোরিয়াম) আয়োজনে এ নাট্য উৎসবের প্রথম দিন শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের অমর একুশের পাদদেশ থেকে একটি র‌্যালি বের করা হয়। পরে র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়কগুলো পদক্ষিণ শেষে ক্যাফেটেরিয়া চত্বরে গিয়ে শেষ। এ সময় নাট্যাচার্য সেলিম আল দীনের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে জাহাঙ্গীরনগর থিয়েটার (অডিটোরিয়াম) কর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ফরিদ আহমদ, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক বশির আহমেদ, প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক সৈয়দ কামরুল আহসান, সংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন প্রমুখ।

এ নাট্য উৎসবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, শাহ্জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নাট্যদল অংশ নিচ্ছে।

উৎসবের নানা আয়োজনের মধ্যে আগামীকাল ৩ ফেব্রুয়ারি থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের মুখরা রমণী বশীকরণ, ৪ ফেব্রুয়ারি জাবি নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের নিশিমন বিসর্জন, ৫ ফেব্রুয়ারি জাহাঙ্গীরনগর থিয়েটারের ৯০তম প্রযোজনা মানুষ, ৬ ফেব্রুয়ারি শাবিপ্রবি দিক থিয়েটারের চে’র সাইকেল, ৭ ফেব্রুয়ারি ঢাবি থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের নীল দংশন, ৮ ফেব্রুয়ারি জাবি থিয়েটারের হাত হদাই, ৯ ফেব্রুয়ারি জাবি থিয়েটারের পুনর্মিলনী ও মধ্য রাতের কবিতা ও গান, ১০ ফেব্রুয়ারি বুয়েট ড্রামা সোসাইটির লেটার টু এ চাইল্ড নেভার বর্ন ও ১১ ফেব্রুয়ারি চবি নাট্যকলা বিভাগের ক্যাপটেন হুররা মঞ্চস্থ হবে। প্রতিদিন সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে এ নাটকগুলো মঞ্চস্থ হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *