রবিবার, ০৫ মে ২০২৪, ০৫:০৩ পূর্বাহ্ন

জেরুজালেম ইস্যুতে রুশ সমর্থন চায় ফিলিস্তিন

বর্তমানকণ্ঠ ডটকম / ৪০ পাঠক
রবিবার, ০৫ মে ২০২৪, ০৫:০৩ পূর্বাহ্ন

আন্তর্জাতিক ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম,সোমবার,১২ ফেব্রুয়ারী ২০১৮ : জেরুজালেম ইস্যুতে সমর্থন পেতে সোমবার রাশিয়া সফর করে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করেছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা করে ট্রাম্পের সিদ্ধান্তের পরই রাশিয়ায় এই সফর করলেন আব্বাস। দুই সপ্তাহ আগে রাশিয়া সফর করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু।

জেরুজালেম ইস্যুতে ওয়াশিংটনের ঘোষণার পর মার্কিন প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্পের সঙ্গে কোনো ধরনের আলোচনায় অস্বীকৃতি জানিয়েছে আসছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট। আগামী ২০ ফেব্রুয়ারি এই ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বক্তব্য দেয়ার কথা রয়েছে তার।

জেরুজালেম দীর্ঘদিন ধরেই ফিলিস্তিন-ইসরায়েলের মধ্যে দ্বন্দ্বের প্রধান বিষয় হয়ে রয়েছে। নগরীটিকে নিজেদের রাজধানী দাবি করে ফিলিস্তিনিরা। ট্রাম্পের ঘোষণাকে নিজেদের দাবির অস্বীকৃতি হিসেবে দেখছে তারা।

১৯৬৭ সালে ছয়দিনের যুদ্ধে পূর্ব-জেরুজালেম দখল করে ইসরায়েল। পরে এটিকে ইসরায়েলের অবিভক্ত রাজধানী ঘোষণা করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *