শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৫:১৯ অপরাহ্ন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি কাউকে সমর্থন দেয়নি

বর্তমানকন্ঠ ডটকম / ৩৯ পাঠক
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৫:১৯ অপরাহ্ন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি কাউকে সমর্থন দেয়নি। যেকোনো প্রার্থীর পক্ষে কাজ করা থেকে বিরত থাকতে পার্টির জেলা ও মহানগর কমিটির নেতাকর্মীদের বলা হয়েছে। অন্যথায়, সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (১০ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় পার্টির চেয়ারম্যান ও মহাসচিবের পক্ষে সংগঠনের ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা এমপি এসব নির্দেশনা দেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির কোনো প্রার্থী নেই। কাউকে সমর্থনও দেওয়া হয়নি। এ কারণে নির্বাচনে কারও পক্ষে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নেতাকর্মীদের কাজ করা কিংবা সমর্থন দেওয়ার সুযোগ নেই। তারপরও যদি কোনো নেতাকর্মী এই নির্বাচনে কোনো প্রার্থীর পক্ষে কাজ করেন, অবিলম্বে তাহাদের নিষ্ক্রিয় হওয়ার অনুরোধ করছি। অন্যথায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *