রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১২:১৩ পূর্বাহ্ন

প্রতিবছর যুদ্ধ ছাড়াই ভারতের ১,৬০০ সৈন্যের মৃত্যু

বর্তমানকণ্ঠ ডটকম / ৩৩ পাঠক
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১২:১৩ পূর্বাহ্ন

নিউজ ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম,রবিবার, ৩ ডিসেম্বর ২০১৭: কোনো সরাসরি সংঘর্ষ নয়, যুদ্ধ হয়নি তবুও ভারতীয় সেনাবাহিনী (স্থল, বিমান ও নৌ) প্রতিবছর হাজারের বেশি জওয়ান হারাচ্ছে৷ আপনি যদি ভেবে থাকেন, এই তথ্য পাকিস্তান থেকে হওয়া সংঘর্ষ বিরতি লঙ্ঘনের জেরে নিহত জওয়ানদের সংক্রান্ত তাহলে ভুল ভাবলেন৷ রিপোর্টে উঠে এসেছে, কোনো সংঘর্ষ ছাড়াই প্রতিবছর দেশের সেনাবাহিনীতে অন্তত ১৬০০ জওয়ানের মৃত্যু হয়৷ আত্মহত্যা ও সড়ক দুর্ঘটনার কারণেই মনটা ঘটছে৷

সর্বভারতীয় ইংরাজি দৈনিকের রিপোর্ট, দুর্ঘটনায় স্থল, বিমান ও নৌ সেনার অন্তত ৩৫০ জনের মৃত্যু হয়৷ ১২০ জন আত্মহত্যা করেছেন৷ প্রশিক্ষণ চলাকালীন দুর্ঘটনা, স্বাস্থ্য সংক্রান্ত কারণেও বেড়েছে মৃত্যু হার৷ পরিসংখ্যানে প্রকাশ, ২০১৪ সাল থেকে এখনো পর্যন্ত বিমান বাহিনী হারিয়েছে ৬,৫০০ কর্মীকে৷
পদস্থ কর্তারা মেনে নিয়েছেন, জওয়ানরা মানসিক বিপর্যস্ত থাকে, সেই কারণেই বেড়েছে আত্মহত্যার প্রবনতা৷ এটি রুখতে বিভিন্ন পদক্ষেপ নেয়ার কথা জানানো হলেও আত্মহত্যা এড়ানো যাচ্ছে না৷ এই খবর জানাচ্ছে, টাইমস অব ইন্ডিয়া৷ মাদক পাচারকারীদের সঙ্গে সংঘর্ষে তাজিক সীমান্তরক্ষী নিহত

তাজিকিস্তানের আফগান সীমান্তে সশস্ত্র মাদক পাচারকারীদের সঙ্গে সংঘর্ষে এক তাজিক সীমান্ত রক্ষী নিহত ও অপর চার জন আহত হয়েছে। রোববার তাজিকিস্তানের কর্তৃপক্ষ একথা জানায়।
জাতীয় নিরাপত্তা কমিটি এক বিবৃতিতে জানিয়েছে, মাদক পাচারকারীরা দুশানবে থেকে ২২ কিলোমিটার দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত তাজিকিস্তানে প্রবেশ করার চেষ্টাকালে সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা তাদের বাধা দেয়। খবর এএফপি’র।
বিবৃতিতে বলা হয়, ‘সীমান্ত রক্ষী বাহিনীর কমান্ডার কর্ণেল খাইরিদ্দিন আখতামোভ বীরোচিতভাবে লড়াই করে নিহত হয়েছেন। উভয়পক্ষের মধ্যে এই সংঘর্ষে আরো চার সৈন্য আহত হয়েছেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *