শনিবার, ০৪ মে ২০২৪, ০৮:৩২ অপরাহ্ন

বিএনপির ইফতারে আমন্ত্রণ পায়নি আ.লীগ

বর্তমানকণ্ঠ ডটকম / ২৭ পাঠক
শনিবার, ০৪ মে ২০২৪, ০৮:৩২ অপরাহ্ন

নিউজ ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম,শনিবার, ১৯ মে ২০১৮:
প্রতিবারের মতো এবছরও বিএনপি, অঙ্গ দল এবং অন্যান্য রাজনীতিবিদদের সম্মানে বিএনপির ইফতার মাহফিল আজ শনিবার(১৯ মে) রাজধানীর লেডিস ক্লাবে অনুষ্ঠিত হবে। এরই মধ্যে অনেকের কাছে এ ইফতারের আমন্ত্রণপত্র পৌছে গেলেও আওয়ামী লীগের কোনো নেতা তা পাননি।

রাজনীতিকদের সম্মানে ইফতারে বরাবরই সব দলের প্রধান, সাধারণ সম্পাদক ও জ্যেষ্ঠ রাজনীতিবিদদের আমন্ত্রণ জানিয়ে থাকে বিএনপি। আগের বছরগুলোতে আওয়ামী লীগের সভানেত্রী ও সাধারণ সম্পাদককে ইফতার মাহফিলে আমন্ত্রণ জানিয়েছে দলটি। তবে এবারের ইফতারে আওয়ামী লীগ ও ১৪-দলের শরিকদের ছাড়া অন্য প্রায় সব রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানিয়েছে বলে বিএনপি সূত্রে জানা গেছে।

এবার বিএনপির আয়োজনে ইফতার মাহফিলে জন্য আমন্ত্রপত্রগুলোতে আয়োজক হিসেবে খালেদা জিয়ার পরিবর্তে দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নাম রয়েছে ।বিএনপির ইফতার মাহফিলগুলোতে আতিথেয়তা করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্যরা।

বিএনপি সূত্রে জানা গেছে, রাজনীতিবিদদের সম্মানে এবারের ইফতারে বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের শরিকদের বাইরে আমন্ত্রণ পাওয়া ব্যক্তিরা হলেন বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-রব) সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। এ ছাড়া সিপিবিসহ বাম রাজনৈতিক দল ও ধর্মভিত্তিক দলগুলোকেও ইফতারে আমন্ত্রণ জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *