শনিবার, ১৮ মে ২০২৪, ০১:৪০ অপরাহ্ন

‘বিএনপি দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়’

বর্তমানকণ্ঠ ডটকম / ৩৪ পাঠক
শনিবার, ১৮ মে ২০২৪, ০১:৪০ অপরাহ্ন

নিউজ ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম,মঙ্গলবার,০২ জানুয়ারী, ২০১৮ : বিএনপি দেশে আবারো বিশৃঙ্খলা, নৈরাজ্য সৃষ্টি করতে চায় বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড.হাছান মাহমুদ।

তিনি বলেছেন, ‘৫ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি অনুমতি না পাওয়া সত্ত্বেও সমাবেশের ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে তারা দেশে একটি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। জনগণ বিএনপির ভয়ে ভীত।আবার তারা বোমা মেরে, পেট্রোল ঢেলে মানুষকে হত্যা করে ক্ষমতায় যেতে চায়। পেট্রোল ঢেলে মানুষ পুড়িয়ে হত্যা করে, বোমা মেরে ক্ষমতায় যাওয়া যায় না।নতুন বছরে আগের অপকর্মের জন্য জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত।’

মঙ্গলবার (২ জানুয়ারি) বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের উপ প্রচার ও প্রকাশনা কমিটির নিয়মিত সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, ‘২০১৪ সালে বিএনপি-জামায়াত নির্বাচন বানচাল করতে পাঁচ’শত এরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান পুড়িয়ে দিয়েছিল। নির্বাচনের পরবর্তীতে একটানা ৯৩ দিন দেশে অবরোধ করে রেখেছিল ।’

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বলেন, ‘এটি নির্বাচনের বছর। খালেদা জিয়ার বিচার কার্য বানচাল করার লক্ষ্যে দেশে বিশৃঙ্খলার একটা ছক এঁকেছে।’ দেশে যেন কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য জনগণকে সতর্ক থাকার আহবান জানান তিনি।

তিনি বলেন, ‘৫ জানুয়ারি বিএনপি গণতন্ত্রকে হত্যা করতে চেয়েছিল। মানুষকে সাথে নিয়ে গণতন্ত্র রক্ষা করেছে আওয়ামী লীগ। আমরা ৫ জানুয়ারি গণতন্ত্র রক্ষা দিবস পালন করব।’

হাছান মাহমুদ বলেন, ‘আমাদের ৫ জানুয়ারি কর্মসূচি হচ্ছে সাধারণ কর্মসূচি। আমরা দেশে কোন বিশৃঙ্খলা দেখতে চাই না।কিন্তু বিএনপি বিশৃঙ্খলা করতে চায়।’

আওয়ামী লীগের এই মুখপাত্র বলেন, ‘এ পর্যন্ত যত জরিপ হয়েছে দেখা গেছে বিএনপির জনপ্রিয়তা তলানিতে নেমে গেছে। তাই নেতাকর্মীদের চাঙ্গা রাখতে তারা আবোল-তাবোল কথা বলছে।’

এসময় তিনি ৫ জানুয়ারিকে সামনে রেখে কর্মসূচি ঘোষণা করেন। তিনি জানান, ৬ জানুয়ারি শিল্পকলা একাডেমিতে চিত্র প্রদর্শনী। ১২ জানুয়ারি সরকারের চার বছরপূর্তি উৎসব পালন। ১৪ জানুয়ারি শেখ হাসিনার নেতৃত্বে সরকারের নয় বছরের পথ চলা নিয়ে সেমিনার অনুষ্ঠিত হবে।

এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *