মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৯:২৯ অপরাহ্ন

ভারতে প্রকাশ্যে মলমূত্র ত্যাগ করে ৭০ কোটি মানুষ

বর্তমানকণ্ঠ ডটকম / ৪১ পাঠক
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৯:২৯ অপরাহ্ন

নিউজ ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম,সোমবার, ২০ নভেম্বর ২০১৭: ভারতে এখনও ৭০ কোটি লোক প্রকাশ্য স্থানে বা অনিরাপদ টয়লেটে মলমূত্র ত্যাগ করে। কিন্তু প্রতিবেশী বাংলাদেশে প্রকাশ্যে এ কাজ করা ‘প্রায় সম্পূর্ণ বিলুপ্ত’ হয়ে গেছে।

বিশ্ব টয়লেট দিবস উপলক্ষে প্রকাশ করা এক রিপোর্টে ওয়াটারএইড নামে একটি সংস্থা এ তথ্য দিয়েছে। সংস্থাটি বলছে, একেবারে প্রাথমিক স্তরের টয়লেট সুবিধা নেই এরকম লোকের সংখ্যা ভারতে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি। খবর বিবিসির।

ভারতে ৭০ কোটি লোক এখনও প্রকাশ্যে বা অনিরাপদ টয়লেটে মলমূত্র ত্যাগ করে। তবে কয়েক বছরে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।

‘পৃথিবীর টয়লেটের অবস্থা’ নামের এক রিপোর্টে ওয়াটারএইড এ কথা বলছে। নেপালে প্রকাশ্যে মলমূত্র ত্যাগ করা ২০০০ সাল থেকে এ পর্যন্ত সময়ের মধ্যে অর্ধেকে নেমে এসেছে বলে ধারণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *