মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৮:২৪ অপরাহ্ন

ভোলাহাটে কাবিখা প্রকল্পে অনিয়মের অভিযোগ

বর্তমানকণ্ঠ ডটকম / ৪২ পাঠক
মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৮:২৪ অপরাহ্ন

বর্তমানকন্ঠ ডটকম, ভোলাহাট, চাঁপাইনবাবগঞ্জ : ভোলাহাটে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচী কাবিখা প্রকল্পে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার সুরানপুর গ্রামের মৃতঃ শওকাত আলীর ছেলে প্রকল্পের সেক্রেটারী আব্দুর রশিদ লিখিত অভিযোগে বলেন, কাবিখা প্রকল্পে ২ নং গোহাবাড়ী ইউনিয়নের ১নং ওয়ার্ডের সুরানপুর বিজিবি ক্যাম্প হতে বুড়িডোবা হয়ে বাগডোগরা জাহিরের ডিপ পর্যন্ত মাটি ভরাট কাজে অনিয়ম করেছেন প্রকল্প সভাপতি আলিম। প্রকল্পের বরাদ্দকৃত গমে স্থানীয় শ্রমিক দিয়ে কাজ না করিয়ে ড্রেজার(কাঁকড়া) মেশিন দিয়ে নামকাঅস্তে মাটি ভরাটের কাজ করেছেন। এদিকে সুরানপুর গ্রামের মৃতঃ হোসেন আলীর ছেলে প্রকল্প সভাপতি আলিম নির্ধারিত প্রকল্পের সম্পন্ন জায়গায় মাটি ভরাট না করে সুরানপুর বিজিপি ক্যাম্প হতে বুড়িডোবা পর্যন্ত কাজ করলেও বাগডোগরা হতে জহিরের ডিপ পর্যন্ত মাটি ভরাট হয়নি বলে লিখিত অভিযোগে উল্লেখ করেন।

তিনি অভিযোগে উল্লেখ করেন বরাদ্দকৃত গম যথাযথ ব্যবহার না করে কাজে অনিয়ম করায় প্রকল্পের বিভিন্ন কাগজপেত্রে সহি দেননি তিনি। ফলে সহি না দিলে তাকে বিভিন্ন প্রকার হুমকি অব্যহত রেখেছেন বলে অভিযোগপত্রে উল্লেখ করেন। প্রকল্প সভাপতি আলিম বলেন, প্রকল্পের কাজ যথাযথ সরকারি নিয়োমে মেনে সম্পন্ন করা হয়েছে। কোন প্রকার অনিয়ম করা হয়নি বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *