রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১২:০৩ পূর্বাহ্ন

রংপুর-কুমিল্লার ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে ফাইনালে যাবে কুমিল্লা

বর্তমানকণ্ঠ ডটকম / ৫০ পাঠক
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১২:০৩ পূর্বাহ্ন

স্পোর্টস করেসপন্ডেন্ট,বর্তমানকণ্ঠ ডটকম,শনিবার, ০৯ ডিসেম্বর ২০১৭ : বিপিএলের এবারের আসরের আর মাত্র দুটি ম্যাচ বাকী। তারপরেই জানা যাবে কারা হচ্ছে পঞ্চম আসরের চ্যাম্পিয়ন। এদিকে কুমিল্লা ভিক্টোইরয়ানসকে হারিয়ে সরাসরি ফাইনালে চলে গেছে সাকিব আল হাসানের দল ঢাকা ডায়নামাইটস। দ্বিতীয় ফাইনালিস্ট নির্ধারিত হবে আগামীকাল রবিবার রংপুর রাইডার্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ানস ম্যাচের মধ্য দিয়ে।

রবিবার সন্ধ্যা ৬টা থেকে শুরু হতে চলা এই ম্যাচটি নিয়েই এখন দেখা দিয়েছে অনিশ্চয়তা। কারণ বৃষ্টি। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে রাজধানীসহ সারাদেশে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েই চলছে। গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টার পর থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। আবহাওয়ার পূর্বাভাসে জানা যাচ্ছে, আগামীকালও বৃষ্টির বেশ সম্ভাবনা রয়েছে। ঠিক সময়ে যদি বৃষ্টি থেমে যায় তবে তো ভালোই। যদি না থাম তাহলে কপাল পুড়বে রংপুরের।

লিগ পর্বে ১২ ম্যাচের মধ্যে ৯টি জিতে পয়েন্ট তালিকার শীর্ষে আছে তামিম ইকবালের দল কুমিল্লা ভিক্টোরিয়ানস। অন্যদিকে সমান সংখ্যক ম্যাচে ৬টি জয় পেয়েছে মাশরাফি বিন মুর্তজার দল রংপুর রাইডার্স। যদি দুই দলের মধ্যকার দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচটি পরিত্যক্ত হয়, তবে ‘মোস্ট উইন’ (বেশি সংখ্যক ম্যাচ জয়) এর ভিত্তিতে কুমিল্লা ভিক্টোরিয়ানস চলে যাবে ফাইনালে। তাই গেইলের তান্ডব দেখতে হলে কালকের দিনে যেন বৃষ্টি না হয় সে প্রার্থনাই করতে পারে রংপুরের দর্শকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *