শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৩:০৩ অপরাহ্ন

রাজপথে আন্দোলন ছাড়া দাবী আদায় হবে না : যুব জাগপা

বর্তমানকন্ঠ ডটকম, ঢাকা । / ২৫ পাঠক
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৩:০৩ অপরাহ্ন

রাজনৈতিক সমাধান রাজপথে আন্দোলনের মাধ্যমে করতে হবে। মনে রাখতে হবে রাজপথে আন্দোলন ছাড়া দাবী আদায় হবে না মন্তব্য করেছেন যুব জাগপা আহ্বায়ক মীর আমির হোসেন আমু ও সদস্য সচিব মো. ইসহাক হোসেন।

সোমবার (২০ সেপ্টেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তারা এ কথা বলেন।

তারা বলেন, বাংলাদেশের গণততন্ত্রকে রক্ষা করতে হলে প্রয়োজন নির্দলীয়, নিরপেক্ষ সরকার ও নির্বাচন কমিশন। প্রতিষ্ঠানগুলোতে সুষ্ঠু গণতন্ত্রের ধারা ফিরিয়ে আনতে তরুণ সমাজকে সচেতন হতে হবে এবং সমাজের সর্বস্তরকে রাজনৈতিক প্রভাব ও দুর্নীতিমুক্ত করতে হবে।

নেতৃদ্বয় বলেন, কেবলমাত্র আইনের মাধ্যমেই নির্বাচন কমিশনকে শক্তিশালী করা যাবে না। ঘুণে ধরা নির্বাচনী প্রক্রিয়ায় দলীয় সরকারের অধীনে কোনোভাবেই নিরপেক্ষ নির্বাচন আশা করা যায় না। বাংলাদেশে গণতন্ত্র চর্চার ইতিহাস সুদীর্ঘ নয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ও মর্যাদা ফিরিয়ে আনতে নির্দলীয়, নিরপেক্ষ সরকারের পুর্বে আন্দোলনের মাধ্যমে জনগণকে ঐক্যবদ্ধ করে বর্তমান দলীয় সরকারের পতনের আন্দোলনে সবাইকে রাজপথে নামতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *